Ajker Patrika

যুদ্ধের মধ্যে কারফিউ তুলে নিলো কিয়েভ

যুদ্ধের মধ্যে কারফিউ তুলে নিলো কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। এরই মধ্যে সাময়িকভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ প্রশাসন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক সপ্তাহ ধরে চলমান কারফিউ আজ তুলে নেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য সবকিছু খোলা থাকবে। রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে। 

কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ তুলে নেওয়া হলেও একেবারে প্রয়োজন না হলে কিয়েভের বাসিন্দারা যেন ঘরবাড়ি বা আশ্রয় কেন্দ্রের বাইরে না যায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল থেকে কিয়েভের বাসিন্দারা ঘরের বাইরে বের হতে পারবেন। কারফিউ তুলে নেওয়ার প্রেক্ষিতে মুদি দোকানগুলো খুলে যাবে আজ এবং রাস্তায় গণপরিবহন চলাচল শুরু করবে। তবে ট্রেন চলবে সীমিত আকারে। 

কিয়েভে এখনো দফায় দফায় বিস্ফোরণ ঘটছে, তবে বেশির ভাগ বিস্ফোরণই ঘটছে কিয়েভের উপকণ্ঠে। শহরের কেন্দ্রে খুব বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এসব বিবেচনায় কারফিউ শিথিল করা হয়েছে। 

তবে কিয়েভের কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। শহরের উপকণ্ঠের বিভিন্ন রাস্তায় রাস্তায় লড়াই চলছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া উচিত হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত