Ajker Patrika

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৪৬
ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রুশ বাহিনী। এতে নয়জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

সংবাদ সম্মেলনে ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়া ইয়াভোরিভের সামরিক স্থাপনায় ৩০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। কর্তৃপক্ষ এখন সামরিক ঘাঁটিতে আগুন নেভাতে কাজ করছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘাঁটিতে যাওয়া-আসা করতে দেখা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটো তথা পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। 

হামলার পর ওই সামরিক ঘাঁটিতে ১৯টি অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। 

হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ‘এটি ইউরোপীয় ইউনিয়ন-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর নতুন সন্ত্রাসী হামলা।’ 

এদিকে পশ্চিম ইউক্রেনের শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কের মেয়র বলেছেন, রুশ সেনারা বিমানবন্দরে হামলা অব্যাহত রেখেছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরটি লভিভ থেকে প্রায় ১১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮ তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রুশ সেনাবহর। যেকোনো সময় কিয়েভে হামলা হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ ছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত