Ajker Patrika

প্লেবয় ম্যাগাজিনের মডেল হয়ে সমালোচনার মুখে ফরাসি মন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১: ০৪
প্লেবয় ম্যাগাজিনের মডেল হয়ে সমালোচনার মুখে ফরাসি মন্ত্রী

কোনো নারীবাদী কি কখনো ‘প্লেবয়’ এর মতো সমালোচিত ম্যাগাজিনের মডেল হতে পারেন? ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা মনে করেন ‘হ্যাঁ’। তিনি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন এবং এর পক্ষে কথাও বলেছেন। 

মার্লেন স্কিয়াপ্পা ৪০ বছর বয়সী নারীবাদী লেখিকা। ২০১৭ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে মন্ত্রীর পদ দেন। তিনি বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি এবং ডানপন্থীদের ক্ষুব্ধ করেছেন। 

এমনকি ফরাসি প্রধানমন্ত্রী এবং বামপন্থী সমালোচকেরাও মনে করেন সামাজিক অর্থনীতি এবং সংস্থার মন্ত্রী স্কিয়াপ্পা কাজটি ঠিক করেননি। তিনি প্লেবয়ে নারী ও সমকামীদের অধিকারের পাশাপাশি গর্ভপাতের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রচ্ছদে মডেল হয়েছেন। 

ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা। ছবি: টুইটারআজ শনিবার টুইটারে শিয়াপ্পা লিখেছেন, ‘নারীরা তাঁদের শরীর যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন; সর্বত্র এবং সর্বদা। ফ্রান্সে নারীরা স্বাধীন। এটা পশ্চাদ্গামী এবং ভণ্ডদের বিরক্ত করুক বা না করুক।’ 

শিয়াপ্পার এই সিদ্ধান্ত সরকারের কিছু সহকর্মীকে বিরক্ত করেছে। তাঁরা অবসরের বয়স বাড়ানো নিয়ে ধর্মঘট এবং ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমনিতেই নাস্তানাবুদ হয়ে আছেন। 

প্লেবয়ে শিপ্পার ছবি দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এক ব্যক্তির ভেবেছিলেন এটি ‘এপ্রিল ফুল’ এ বোকা বানানোর কোনো গল্প। 

গত শনিবার সরকারের একজন সহকারী ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শিয়াপ্পাকে ফোন করেছিলেন। তিনি তাঁকে বলেছেন এটি ‘বর্তমান পরিস্থিতিতে অনুপযুক্ত’ কাজ। 

ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা। ছবি: টুইটারপরিবেশবাদী সংগঠন ‘গ্রিনস’ এর এমপি, নারী অধিকার কর্মী এবং মধ্যপন্থী সরকারের কড়া সমালোচক স্যান্ডরিন রুশো বলেন, ‘এখানে ফরাসি জনগণের প্রতি শ্রদ্ধা কোথায়? দেশে যাদের আরও দুই বছর কাজ করতে হবে, যারা বিক্ষোভ করছেন, যারা বেতন হারাচ্ছেন, যারা মুদ্রাস্ফীতির কারণে খেতে পাচ্ছেন না, তাঁদের প্রতি এটি অসম্মান করা। শনিবার বিএফএম চ্যানেলকে তিনি এসব কথা বলেন। 

স্যান্ডরিন রুশো আরও বলেন, ‘সবখানেই নারীদের শরীর প্রদর্শনের অধিকার থাকা উচিত। এতে আমার কোনো সমস্যা নেই, তবে ‘সামাজিক প্রেক্ষাপট’ বলে একটি বিষয় তো রয়েছে।’ 

প্লেবয়ের এই সংস্করণ ফরাসি ভাষাতেও প্রকাশ হবে বলে যেই খবর ছড়িয়েছিল সেটিকে গুজব বলেছে ম্যাগাজিনটির কর্তৃপক্ষ। ম্যাগাজিনটির সম্পাদক জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন এএফপিকে জানিয়েছেন, প্লেবয়ে মডেল হওয়ার জন্য ফরাসি সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন শিয়াপ্পা। কারণ তিনি নারী অধিকার নিয়ে কাজ করেন এবং বুঝতে পেরেছিলেন এটি শুধু মান্ধাতা আমলের পুরুষালি চিন্তাধারার ম্যাগাজিন নয়। এটি নারীবাদীদেরও লড়াইয়ের নতুন ক্ষেত্র হতে পারে। 

জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন আরও বলেন, ‘প্লেবয় আর সফট পর্ণ ম্যাগাজিন নয় বরং এটি ৩০০ পৃষ্ঠার ত্রৈমাসিক ‘মুক’ (বই ও পত্রিকার মিশ্রণ) যা বুদ্ধিবৃত্তিক এবং পপ সংস্কৃতির বাহক। যদিও এখনো কিছু নগ্ন নারীর ছবি রয়েছে তবে সেগুলোর সংখ্যা খুব বেশি নয়।’ 

ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা। ছবি: টুইটার২০১৮ সালে সমতা (ইকুয়ালিটি) মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় শিয়াপ্পা ফরাসি টিভি টক শোতে বিভিন্ন ব্যক্তিকে বাজে ভাষায় আক্রমণ এবং রাস্তায় অনেককে হয়রানি করেছিলেন। দুই সন্তানের এই জননী রাজনীতিতে আসার আগে একজন বিশিষ্ট লেখক এবং ব্লগার ছিলেন। মাতৃত্ব, নারীর স্বাস্থ্য এবং গর্ভাবস্থার চ্যালেঞ্জ নিয়ে তাঁর লেখা রয়েছে। 

তিনি একটি ২০১০ একটি বই লিখেছেন যা অতিরিক্ত ওজনের জন্য যৌন টিপস দেয়। বইটিকে কিছু সমালোচক স্টেরিওটাইপ প্রচার হিসাবে দেখেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত