কোনো নারীবাদী কি কখনো ‘প্লেবয়’ এর মতো সমালোচিত ম্যাগাজিনের মডেল হতে পারেন? ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা মনে করেন ‘হ্যাঁ’। তিনি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন এবং এর পক্ষে কথাও বলেছেন।
মার্লেন স্কিয়াপ্পা ৪০ বছর বয়সী নারীবাদী লেখিকা। ২০১৭ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে মন্ত্রীর পদ দেন। তিনি বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি এবং ডানপন্থীদের ক্ষুব্ধ করেছেন।
এমনকি ফরাসি প্রধানমন্ত্রী এবং বামপন্থী সমালোচকেরাও মনে করেন সামাজিক অর্থনীতি এবং সংস্থার মন্ত্রী স্কিয়াপ্পা কাজটি ঠিক করেননি। তিনি প্লেবয়ে নারী ও সমকামীদের অধিকারের পাশাপাশি গর্ভপাতের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রচ্ছদে মডেল হয়েছেন।
আজ শনিবার টুইটারে শিয়াপ্পা লিখেছেন, ‘নারীরা তাঁদের শরীর যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন; সর্বত্র এবং সর্বদা। ফ্রান্সে নারীরা স্বাধীন। এটা পশ্চাদ্গামী এবং ভণ্ডদের বিরক্ত করুক বা না করুক।’
শিয়াপ্পার এই সিদ্ধান্ত সরকারের কিছু সহকর্মীকে বিরক্ত করেছে। তাঁরা অবসরের বয়স বাড়ানো নিয়ে ধর্মঘট এবং ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমনিতেই নাস্তানাবুদ হয়ে আছেন।
প্লেবয়ে শিপ্পার ছবি দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এক ব্যক্তির ভেবেছিলেন এটি ‘এপ্রিল ফুল’ এ বোকা বানানোর কোনো গল্প।
গত শনিবার সরকারের একজন সহকারী ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শিয়াপ্পাকে ফোন করেছিলেন। তিনি তাঁকে বলেছেন এটি ‘বর্তমান পরিস্থিতিতে অনুপযুক্ত’ কাজ।
পরিবেশবাদী সংগঠন ‘গ্রিনস’ এর এমপি, নারী অধিকার কর্মী এবং মধ্যপন্থী সরকারের কড়া সমালোচক স্যান্ডরিন রুশো বলেন, ‘এখানে ফরাসি জনগণের প্রতি শ্রদ্ধা কোথায়? দেশে যাদের আরও দুই বছর কাজ করতে হবে, যারা বিক্ষোভ করছেন, যারা বেতন হারাচ্ছেন, যারা মুদ্রাস্ফীতির কারণে খেতে পাচ্ছেন না, তাঁদের প্রতি এটি অসম্মান করা। শনিবার বিএফএম চ্যানেলকে তিনি এসব কথা বলেন।
স্যান্ডরিন রুশো আরও বলেন, ‘সবখানেই নারীদের শরীর প্রদর্শনের অধিকার থাকা উচিত। এতে আমার কোনো সমস্যা নেই, তবে ‘সামাজিক প্রেক্ষাপট’ বলে একটি বিষয় তো রয়েছে।’
প্লেবয়ের এই সংস্করণ ফরাসি ভাষাতেও প্রকাশ হবে বলে যেই খবর ছড়িয়েছিল সেটিকে গুজব বলেছে ম্যাগাজিনটির কর্তৃপক্ষ। ম্যাগাজিনটির সম্পাদক জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন এএফপিকে জানিয়েছেন, প্লেবয়ে মডেল হওয়ার জন্য ফরাসি সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন শিয়াপ্পা। কারণ তিনি নারী অধিকার নিয়ে কাজ করেন এবং বুঝতে পেরেছিলেন এটি শুধু মান্ধাতা আমলের পুরুষালি চিন্তাধারার ম্যাগাজিন নয়। এটি নারীবাদীদেরও লড়াইয়ের নতুন ক্ষেত্র হতে পারে।
জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন আরও বলেন, ‘প্লেবয় আর সফট পর্ণ ম্যাগাজিন নয় বরং এটি ৩০০ পৃষ্ঠার ত্রৈমাসিক ‘মুক’ (বই ও পত্রিকার মিশ্রণ) যা বুদ্ধিবৃত্তিক এবং পপ সংস্কৃতির বাহক। যদিও এখনো কিছু নগ্ন নারীর ছবি রয়েছে তবে সেগুলোর সংখ্যা খুব বেশি নয়।’
২০১৮ সালে সমতা (ইকুয়ালিটি) মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় শিয়াপ্পা ফরাসি টিভি টক শোতে বিভিন্ন ব্যক্তিকে বাজে ভাষায় আক্রমণ এবং রাস্তায় অনেককে হয়রানি করেছিলেন। দুই সন্তানের এই জননী রাজনীতিতে আসার আগে একজন বিশিষ্ট লেখক এবং ব্লগার ছিলেন। মাতৃত্ব, নারীর স্বাস্থ্য এবং গর্ভাবস্থার চ্যালেঞ্জ নিয়ে তাঁর লেখা রয়েছে।
তিনি একটি ২০১০ একটি বই লিখেছেন যা অতিরিক্ত ওজনের জন্য যৌন টিপস দেয়। বইটিকে কিছু সমালোচক স্টেরিওটাইপ প্রচার হিসাবে দেখেছিল।
কোনো নারীবাদী কি কখনো ‘প্লেবয়’ এর মতো সমালোচিত ম্যাগাজিনের মডেল হতে পারেন? ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা মনে করেন ‘হ্যাঁ’। তিনি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন এবং এর পক্ষে কথাও বলেছেন।
মার্লেন স্কিয়াপ্পা ৪০ বছর বয়সী নারীবাদী লেখিকা। ২০১৭ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে মন্ত্রীর পদ দেন। তিনি বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি এবং ডানপন্থীদের ক্ষুব্ধ করেছেন।
এমনকি ফরাসি প্রধানমন্ত্রী এবং বামপন্থী সমালোচকেরাও মনে করেন সামাজিক অর্থনীতি এবং সংস্থার মন্ত্রী স্কিয়াপ্পা কাজটি ঠিক করেননি। তিনি প্লেবয়ে নারী ও সমকামীদের অধিকারের পাশাপাশি গর্ভপাতের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রচ্ছদে মডেল হয়েছেন।
আজ শনিবার টুইটারে শিয়াপ্পা লিখেছেন, ‘নারীরা তাঁদের শরীর যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন; সর্বত্র এবং সর্বদা। ফ্রান্সে নারীরা স্বাধীন। এটা পশ্চাদ্গামী এবং ভণ্ডদের বিরক্ত করুক বা না করুক।’
শিয়াপ্পার এই সিদ্ধান্ত সরকারের কিছু সহকর্মীকে বিরক্ত করেছে। তাঁরা অবসরের বয়স বাড়ানো নিয়ে ধর্মঘট এবং ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমনিতেই নাস্তানাবুদ হয়ে আছেন।
প্লেবয়ে শিপ্পার ছবি দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এক ব্যক্তির ভেবেছিলেন এটি ‘এপ্রিল ফুল’ এ বোকা বানানোর কোনো গল্প।
গত শনিবার সরকারের একজন সহকারী ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শিয়াপ্পাকে ফোন করেছিলেন। তিনি তাঁকে বলেছেন এটি ‘বর্তমান পরিস্থিতিতে অনুপযুক্ত’ কাজ।
পরিবেশবাদী সংগঠন ‘গ্রিনস’ এর এমপি, নারী অধিকার কর্মী এবং মধ্যপন্থী সরকারের কড়া সমালোচক স্যান্ডরিন রুশো বলেন, ‘এখানে ফরাসি জনগণের প্রতি শ্রদ্ধা কোথায়? দেশে যাদের আরও দুই বছর কাজ করতে হবে, যারা বিক্ষোভ করছেন, যারা বেতন হারাচ্ছেন, যারা মুদ্রাস্ফীতির কারণে খেতে পাচ্ছেন না, তাঁদের প্রতি এটি অসম্মান করা। শনিবার বিএফএম চ্যানেলকে তিনি এসব কথা বলেন।
স্যান্ডরিন রুশো আরও বলেন, ‘সবখানেই নারীদের শরীর প্রদর্শনের অধিকার থাকা উচিত। এতে আমার কোনো সমস্যা নেই, তবে ‘সামাজিক প্রেক্ষাপট’ বলে একটি বিষয় তো রয়েছে।’
প্লেবয়ের এই সংস্করণ ফরাসি ভাষাতেও প্রকাশ হবে বলে যেই খবর ছড়িয়েছিল সেটিকে গুজব বলেছে ম্যাগাজিনটির কর্তৃপক্ষ। ম্যাগাজিনটির সম্পাদক জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন এএফপিকে জানিয়েছেন, প্লেবয়ে মডেল হওয়ার জন্য ফরাসি সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন শিয়াপ্পা। কারণ তিনি নারী অধিকার নিয়ে কাজ করেন এবং বুঝতে পেরেছিলেন এটি শুধু মান্ধাতা আমলের পুরুষালি চিন্তাধারার ম্যাগাজিন নয়। এটি নারীবাদীদেরও লড়াইয়ের নতুন ক্ষেত্র হতে পারে।
জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন আরও বলেন, ‘প্লেবয় আর সফট পর্ণ ম্যাগাজিন নয় বরং এটি ৩০০ পৃষ্ঠার ত্রৈমাসিক ‘মুক’ (বই ও পত্রিকার মিশ্রণ) যা বুদ্ধিবৃত্তিক এবং পপ সংস্কৃতির বাহক। যদিও এখনো কিছু নগ্ন নারীর ছবি রয়েছে তবে সেগুলোর সংখ্যা খুব বেশি নয়।’
২০১৮ সালে সমতা (ইকুয়ালিটি) মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় শিয়াপ্পা ফরাসি টিভি টক শোতে বিভিন্ন ব্যক্তিকে বাজে ভাষায় আক্রমণ এবং রাস্তায় অনেককে হয়রানি করেছিলেন। দুই সন্তানের এই জননী রাজনীতিতে আসার আগে একজন বিশিষ্ট লেখক এবং ব্লগার ছিলেন। মাতৃত্ব, নারীর স্বাস্থ্য এবং গর্ভাবস্থার চ্যালেঞ্জ নিয়ে তাঁর লেখা রয়েছে।
তিনি একটি ২০১০ একটি বই লিখেছেন যা অতিরিক্ত ওজনের জন্য যৌন টিপস দেয়। বইটিকে কিছু সমালোচক স্টেরিওটাইপ প্রচার হিসাবে দেখেছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
১৯ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে