Ajker Patrika

লন্ডনে পাহলভিপন্থীদের ইরান সরকারবিরোধী বিক্ষোভে হামলা

আজকের পত্রিকা ডেস্ক­
বিক্ষোভে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ছবি: দ্য টাইমস
বিক্ষোভে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ছবি: দ্য টাইমস

লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি দূতাবাসের বাইরে দেশটির সরকারবিরোধী এক বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এই হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের বরাতে দ্য টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে সংঘটিত এই ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়ার পর তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

বিক্ষোভটি চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত হয়েছিল এবং এটি ছিল ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ। বিক্ষোভকারীদের অনেকেই সাবেক যুবরাজ রেজা পাহলভির সমর্থনে পতাকা ও ব্যানার বহন করছিলেন। সেখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের জাতীয় পতাকাও দেখা গেছে।

লন্ডনের পুলিশ এক বিবৃতিতে বলেছে—২০ জুন সকাল ৯টা ৫৩ মিনিটে প্রিন্সেস গেট এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গুরুতর শারীরিক আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, আহত দুই ব্যক্তিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত