Ajker Patrika

ইউক্রেনের উপকূলীয় শহর বারদিয়ানস্ক দখল করল রুশ বাহিনী

ইউক্রেনের উপকূলীয় শহর বারদিয়ানস্ক দখল করল রুশ বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর বারদিয়ানস্ক দখল করে নিয়েছে রুশ সৈন্যবাহিনী। বারদিয়ানস্কের মেয়র আলেকজান্ডার সভিতলো বলেছেন, শহরটি এখন রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে আজ সোমবার এমনটি জানানো হয়েছে। 

ফেসবুকে এক ভিডিও বার্তায় শহরটির মেয়র বলেন, স্থানীয় সময় গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় রুশ সৈন্যরা শহরটিতে প্রবেশ করে। এরপর তাদের শহরের কেন্দ্রে ঘুরতে দেখা যায়। এরপর রাত ৮টায় শহরের সিটি হলে রুশ সৈন্যরা প্রবেশ করে। 

আলেকজান্ডার সভিতলো বলেন, রুশ সৈন্যরা আমাদের জানিয়েছে, শহরের সমস্ত প্রশাসনিক ভবন তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনের নিয়ন্ত্রণ নিচ্ছে। 

কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে প্রায় ১ লাখ ইউক্রেনীয় বাস করে। এ ছাড়া এখানে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত