Ajker Patrika

ভলনোভাখা শহর দখলের দাবি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ৪৬
ভলনোভাখা শহর দখলের দাবি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের

ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একদল সেনা ভলনোভাখা শহর মুক্ত করেছে। 

কৌশলগত কারণে ভলনোভাখা শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবরুদ্ধ মারিউপোল শহরের উত্তরে অবস্থিত। 

এদিকে মারিউপোল শহরটিও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এই শহর গত ১০ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে। 

আজ শুক্রবার সকাল থেকে নতুন তিনটি শহরে বিমান হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। শহর তিনটি হচ্ছে লুতস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, আজ সকালের হামলায় দিনিপ্রোর নোভোকডাতস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত