Ajker Patrika

বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ, ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৬
বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ, ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আজ বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এই দাবি করেন। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভিতালি ক্লিৎস্কো বলেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ‘বিমান নিরাপত্তাব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।’

কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।

ওলেক্সি গনচারেঙ্কো নামে ইউক্রেনের এক রাজনীতিবিদ টুইট বার্তায় বলেন, তিনি স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘ভোরে অ্যালার্ম নয়, বিস্ফোরণের শব্দে ইউক্রেনীয়দের ঘুম ভেঙেছে। প্রতিবেশী রাশিয়াকে ধন্যবাদ! শুভ সকাল!’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ চাওয়ার পরই কিয়েভে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।

এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাঁদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত