Ajker Patrika

ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

ডয়চে ভেলে
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৩: ৫৩
ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

ইউক্রেনের কাখোভকায় বিস্ফোরণের কারণে বাঁধের একাংশ ভেঙে গেছে। ফলে সেখান দিয়ে নিপ্রো নদীর পানি বাইরে এসে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। বৃহস্পতিবার নিপ্রোর পানি আরও তিন ফুট বাড়বে এবং আরও এলাকা ভাসাবে বলে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন অধিকৃত এলাকায় ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, বিপুলসংখ্যক মানুষের কাছে খাওয়ার পানি নেই। তাই রেডক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়ুক।

আর রেডক্রসের আশঙ্কা, এই এলাকায় প্রচুর মাইন পুঁতে রাখা হয়েছিল। সেগুলো বন্যার জলে ভেসে গেছে। এর ফল ভয়ংকর হতে পারে। সংবাদ সংস্থা এএফপিকে রেডক্রসের কর্মকর্তা এরিক টোলেফসেন বলেছেন, ‘এই মাইনগুলো শুধু খেরসনের বাসিন্দাদের কাছে বিপদের কারণ তাই নয়, বাইরে থেকে যারা সাহায্য করার জন্য আসছেন, তাদের জন্যও বিপদের কারণ।’

এরিক বলেছেন, ‘আগে আমরা জানতাম মাইনগুলো কোথায় আছে। এখন শুধু জানি, নদীর জলে তা নিচের দিকে চলে গেছে।’

ইউক্রেনের সেনার সাদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘রাশিয়া অধিকৃত এলাকা থেকে মাইনগুলো ভেসে গেছে এবং এখন সেগুলো ভাসমান মাইনে পরিণত হয়েছে। এই মাইনগুলো ঘোর বিপদের কারণ।’

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিপ্রোর জলে ৩০টি শহর ও গ্রাম ভেসেছে। এর মধ্যে ২০টি শহর ও গ্রাম ইউক্রেনের অধিকারে আছে, বাকি ১০টি রাশিয়ার অধিকারে। ইউক্রেনের এলাকায় ১৭ হাজার ও রাশিয়ার এলাকায় ২৫ হাজার মানুষের সাহায্য দরকার। খেরসন শহরে দুই হাজার বাড়ি জলের তলায় চলে গেছে।

কারা এই বিস্ফোরণের পেছনে তা এখনো জানা যায়নি। ইউক্রেন বলছে, রাশিয়া এই কাজ করেছে। আর রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সেনাই বিস্ফোরণের পেছনে আছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘এই কাজ বর্বরোচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত