Ajker Patrika

সব বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ইউক্রেন সরকারের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩২
সব বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ইউক্রেন সরকারের

দেশের সব বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার একটি টুইট বার্তায় এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সেনা কমান্ডার ইউরি গালুশকিনের স্বাক্ষর রয়েছে। সেখানে বলা হয়েছে, আজ ইউক্রেনের সবকিছু দরকার। যোগদানের জন্য সমস্ত পদ্ধতি সহজ। শুধু আপনার পাসপোর্ট ও শনাক্তকরণ নম্বর আনুন। কোনো বয়সের বাধা নেই।  যদি কেউ আপ করতে সমস্যার সম্মুখীন হন, তাহলে তাদের শুধু এই অফিসিয়াল টুইটটি উল্লেখ করতে হবে। 

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেন সরকার স্থানীয়দের মোলোটভ ককটেল বানিয়ে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। 

রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত