Ajker Patrika

ইউক্রেনের তেজস্ক্রিয় বর্জ্য নিষ্ক্রিয়ের সাইটে হামলা

ইউক্রেনের তেজস্ক্রিয় বর্জ্য নিষ্ক্রিয়ের সাইটে হামলা

ইউক্রেনের একটি তেজস্ক্রিয় বর্জ্য নিষ্ক্রিয়ের সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েনি। 

এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ তার অফিসকে রাতভর হামলার কথা জানিয়েছে। তিনি বলেছেন, এ হামলায় তেজস্ক্রিয় ফলাফল কী হবে তা শিগগিরই জানা যাবে। 

এ ছাড়া ইউক্রেনের খারকিভ শহরে একই ধরনের একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয়করণ বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। 

রাফায়েল গ্রসি বলেন, এ দুটি ঘটনা ‘বাস্তব ঝুঁকি’ তুলে ধরেছে। যে দুটি সাইট ধ্বংস হলো, তার তেজস্ক্রিয় ছড়িয়ে পড়লে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত