Ajker Patrika

৯০ শতাংশেরও বেশি ইউক্রেনীয় সমর্থন করেন জেলেনস্কিকে

৯০ শতাংশেরও বেশি ইউক্রেনীয় সমর্থন করেন জেলেনস্কিকে

ইউক্রেনের ৯০ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বল হয়, এ সপ্তাহের শেষের দিকে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, জেলেনস্কির জনসমর্থন গত বছরের ডিসেম্বরের চেয়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। 

ইউক্রেনের বেসরকারি জরিপ প্রতিষ্ঠান সোসিওলজিক্যাল গ্রুপ এ জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা যায়, ৯১ শতাংশ মানুষ জেলেনস্কিকে সমর্থন করেন। মাত্র ৬ শতাংশ তাঁকে সমর্থন করেন না এবং ৩ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি। 

ইউক্রেনজুড়ে দুই হাজার মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। তবে ক্রিমিয়া ও পূর্ব ইউরোপের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বাসিন্দাদের এ জরিপ থেকে বাদ দেওয়াটা হয়েছে। 

রুশ হামলা ইউক্রেন প্রতিহত করতে পারবে কি না এমন প্রশ্নে ৭০ শতাংশ ইউক্রেনীয় বলেছেন, হ্যাঁ, তারা বিশ্বাস করেন ইউক্রেন এ হামলা প্রতিহত করতে পারবে। 

জরিপের ফলাফলে বলা হয়, রুশ বাহিনীর হামলার আগে থেকেই ইউক্রেনের সেনাবাহিনী প্রতিও জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গত বৃহস্পতিবার থেকে যুদ্ধ চলছে। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ বেশ কটি শহরে ঢুকে পড়েছে। কিয়েভ ও খারকিভের রাস্তায় রাস্তায় চলছে তুমুল যুদ্ধ। গতকাল রোববার রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকলেও তাঁদের প্রতিহত করার কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাজধানীকেও রুশ সেনামুক্ত করার ঘোষণা দিয়েছে তারা। যুদ্ধ থেকে বাঁচতে লাখ লাখ মানুষ ইউক্রেন ছাড়ছেন। 

এমন পরিস্থিতিতে পরিচালিত এক জরিপে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জনসমর্থন বাড়ার খবর পাওয়া গেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত