Ajker Patrika

কিয়েভের দুপাশে রুশ হামলা জোরদার 

কিয়েভের দুপাশে রুশ হামলা জোরদার 

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় হামলা তীব্র করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবার সকালে রাজধানীর দক্ষিণ ও উত্তর পাশ দিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজধানীর কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এ দিকে, কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের শহর চেরনিহিভেও তীব্র আক্রমণ চালিয়েছে রুশ সৈন্যরা। আক্রমণে স্থানীয় ‘হোটেল ইউক্রেন’—যা শহরটির একটি অন্যতম পরিচিতি চিহ্ন—তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চেরনিহিভের প্রশাসনের প্রধান ব্যাচেস্লাভ চাউস শনিবার বলেছেন, ‘আমি এখনো এখানে আছি কিন্তু এখানে আর কোনো হোটেল নেই।’ 

ব্যাচেস্লাভ চাউস আরও বলেন, ‘শত্রুরা চেরনিহিভ শহরে ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। এতে বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আহতও হচ্ছেন অনেক। শত্রুরা বেসামরিক অঞ্চলে গোলাবর্ষণ করেছে অথচ সেখানে কোনো সামরিক বাহিনী নেই।’ 

রুশ বাহিনী প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে। চাউস আরও বলেছেন, ‘শহরে বিদ্যুৎ নেই, পানি নেই বললেই চলে, নেই গ্যাসও। শুক্রবার বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হওয়ার সময় শত্রুরা আবারও তা  নষ্ট করে দিয়েছে।’ 

এ দিকে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, ‘শনিবার ভোরে একটি আঘাতের পর সেখানকার সামরিক বিমানঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। 

শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ ফেসবুকে বলেছেন, ‘আজ সকাল ৭টার দিকে শত্রু বাহিনী ভাসিলকিভ শহরে গোলাবর্ষণ করেছে। আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিমানবন্দরে গোলা বর্ষণ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত