ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় হামলা তীব্র করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবার সকালে রাজধানীর দক্ষিণ ও উত্তর পাশ দিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজধানীর কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ দিকে, কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের শহর চেরনিহিভেও তীব্র আক্রমণ চালিয়েছে রুশ সৈন্যরা। আক্রমণে স্থানীয় ‘হোটেল ইউক্রেন’—যা শহরটির একটি অন্যতম পরিচিতি চিহ্ন—তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেরনিহিভের প্রশাসনের প্রধান ব্যাচেস্লাভ চাউস শনিবার বলেছেন, ‘আমি এখনো এখানে আছি কিন্তু এখানে আর কোনো হোটেল নেই।’
ব্যাচেস্লাভ চাউস আরও বলেন, ‘শত্রুরা চেরনিহিভ শহরে ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। এতে বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আহতও হচ্ছেন অনেক। শত্রুরা বেসামরিক অঞ্চলে গোলাবর্ষণ করেছে অথচ সেখানে কোনো সামরিক বাহিনী নেই।’
রুশ বাহিনী প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে। চাউস আরও বলেছেন, ‘শহরে বিদ্যুৎ নেই, পানি নেই বললেই চলে, নেই গ্যাসও। শুক্রবার বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হওয়ার সময় শত্রুরা আবারও তা নষ্ট করে দিয়েছে।’
এ দিকে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, ‘শনিবার ভোরে একটি আঘাতের পর সেখানকার সামরিক বিমানঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।
শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ ফেসবুকে বলেছেন, ‘আজ সকাল ৭টার দিকে শত্রু বাহিনী ভাসিলকিভ শহরে গোলাবর্ষণ করেছে। আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিমানবন্দরে গোলা বর্ষণ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় হামলা তীব্র করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবার সকালে রাজধানীর দক্ষিণ ও উত্তর পাশ দিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজধানীর কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ দিকে, কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের শহর চেরনিহিভেও তীব্র আক্রমণ চালিয়েছে রুশ সৈন্যরা। আক্রমণে স্থানীয় ‘হোটেল ইউক্রেন’—যা শহরটির একটি অন্যতম পরিচিতি চিহ্ন—তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেরনিহিভের প্রশাসনের প্রধান ব্যাচেস্লাভ চাউস শনিবার বলেছেন, ‘আমি এখনো এখানে আছি কিন্তু এখানে আর কোনো হোটেল নেই।’
ব্যাচেস্লাভ চাউস আরও বলেন, ‘শত্রুরা চেরনিহিভ শহরে ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। এতে বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আহতও হচ্ছেন অনেক। শত্রুরা বেসামরিক অঞ্চলে গোলাবর্ষণ করেছে অথচ সেখানে কোনো সামরিক বাহিনী নেই।’
রুশ বাহিনী প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে। চাউস আরও বলেছেন, ‘শহরে বিদ্যুৎ নেই, পানি নেই বললেই চলে, নেই গ্যাসও। শুক্রবার বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হওয়ার সময় শত্রুরা আবারও তা নষ্ট করে দিয়েছে।’
এ দিকে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, ‘শনিবার ভোরে একটি আঘাতের পর সেখানকার সামরিক বিমানঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।
শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ ফেসবুকে বলেছেন, ‘আজ সকাল ৭টার দিকে শত্রু বাহিনী ভাসিলকিভ শহরে গোলাবর্ষণ করেছে। আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিমানবন্দরে গোলা বর্ষণ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
৩ ঘণ্টা আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
৩ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৬ ঘণ্টা আগে