Ajker Patrika

বাইডেন ট্রাম্পের মতো আবেগপ্রবণ হবেন না, আশা পুতিনের

আপডেট : ১২ জুন ২০২১, ১৪: ২৯
বাইডেন ট্রাম্পের মতো আবেগপ্রবণ হবেন না, আশা পুতিনের

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মতো আবেগপ্রবণ হিসেবে দেখতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এমনটি বলেন।

পুতিন আশা প্রকাশ করে বলেন যে তিনি মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। তিনি আরও বলেন, সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।

সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, সাম্প্রতিক কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়, রাশিয়া গত বছর অনুষ্ঠিত হওয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত মার্চে পুতিনকে হত্যাকারী হিসেবে অভিহিত করেন বাইডেন।

এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, তিনি এ রকম অনেক অভিযোগ শুনেছেন। এসব নিয়ে তিনি ভাবেন না।

উল্লেখ্য, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত