রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে নিজেকে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের এক সেনা। গতকাল শুক্রবার এই ঘটনার পর তাঁকে বীর আখ্যা দিয়ে প্রশংসা ভাসাচ্ছেন ইউক্রেনের মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ নামে এই সেনা সদস্যের আত্মত্যাগের কথা জানানো হয়। ভলোদিমিরোভিচে ইউক্রেন সেনাবাহিনীর একজন প্রকৌশলী ছিলেন। তাঁর এই বীরোচিত কাজের ব্যাপক প্রশংসা করে জানানো হয়, হেনিচেস্ক শহরের একটি সেতু ওড়াতে নিজেকে উড়িয়ে দেন তিনি। শহরটি ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে অবস্থিত।
ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, হেনিচেস্ক সেতুতে মাইন বসাতে সক্ষম হয় তাদের সেনারা। তবে রুশ বাহিনী আগাতে থাকলে মাইনটি দূর থেকে বিস্ফোরণ ঘটানোর সময় ছিল না তাদের হাতে। সেই সময় আরেকটি ব্যাটালিয়ন থেকে এগিয়ে আসেন সামরিক প্রকৌশলী ভলোদিমিরোভিচ। তিনি মাইন বসানো ইউনিটের সঙ্গে রেডিও যোগাযোগ স্থাপন করে নিজেই মাইনটি বিস্ফোরণ ঘটান।
বৃহস্পতিবার ভোরে রুশ হামলা শুরুর পরই প্রতিরোধ যুদ্ধ শুরু করে ইউক্রেনীয় সেনারা।
আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০ টিরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় থাকা পুতিন-লাভরভের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র পুতিন-লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে নিজেকে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের এক সেনা। গতকাল শুক্রবার এই ঘটনার পর তাঁকে বীর আখ্যা দিয়ে প্রশংসা ভাসাচ্ছেন ইউক্রেনের মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ নামে এই সেনা সদস্যের আত্মত্যাগের কথা জানানো হয়। ভলোদিমিরোভিচে ইউক্রেন সেনাবাহিনীর একজন প্রকৌশলী ছিলেন। তাঁর এই বীরোচিত কাজের ব্যাপক প্রশংসা করে জানানো হয়, হেনিচেস্ক শহরের একটি সেতু ওড়াতে নিজেকে উড়িয়ে দেন তিনি। শহরটি ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে অবস্থিত।
ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, হেনিচেস্ক সেতুতে মাইন বসাতে সক্ষম হয় তাদের সেনারা। তবে রুশ বাহিনী আগাতে থাকলে মাইনটি দূর থেকে বিস্ফোরণ ঘটানোর সময় ছিল না তাদের হাতে। সেই সময় আরেকটি ব্যাটালিয়ন থেকে এগিয়ে আসেন সামরিক প্রকৌশলী ভলোদিমিরোভিচ। তিনি মাইন বসানো ইউনিটের সঙ্গে রেডিও যোগাযোগ স্থাপন করে নিজেই মাইনটি বিস্ফোরণ ঘটান।
বৃহস্পতিবার ভোরে রুশ হামলা শুরুর পরই প্রতিরোধ যুদ্ধ শুরু করে ইউক্রেনীয় সেনারা।
আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০ টিরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় থাকা পুতিন-লাভরভের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র পুতিন-লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
৩২ বছর বয়সী সীমা হায়দার পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকবাবাদের বাসিন্দা। তিনি সন্তানদের নিয়ে করাচির বাড়ি থেকে ২০২৩ সালের মে মাসে নেপাল হয়ে ভারতে আসার জন্য রওনা হন। স্থানীয়রা পুলিশকে জানালে সে বছরের জুলাই মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন সীমা।
১৮ মিনিট আগেপাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর, বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল শনিবার মুনির আহমেদ জানান, তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন।
৪ ঘণ্টা আগেপাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি কোনোভাবে সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের অবকাঠামো তৈরি করে তবে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি, ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের হামলা চালায় তবে দেশটিতে ইসলামাবাদ পূর্ণ শক্তি নিয়েই হামলা চালাবে, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে।
৪ ঘণ্টা আগেমরণব্যাধি টিউমার বাসা বেঁধেছিল ভারতের ইন্দোরের তিন বছর বয়সী ভিয়ানা জৈনের মস্তিষ্কে। গত ডিসেম্বরে টিউমার ধরা পড়ার পর চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পারিবারিক ধর্মগুরুর পরামর্শ মেনে ভিয়ানাকে এমন এক ধর্মীয় প্রথা মানতে হলো, যার পরিণতিতে মৃত্যু সঙ্গী হলো তার।
৫ ঘণ্টা আগে