অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
শনিবার রাত দেড়টায় এক টেলিভিশন ভাষণে নিজের প্রস্তাবের কথা জানান পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের প্রতি ৩০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করেন, যা শান্তির জন্য একটি বড় সুযোগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
পুতিন বলেছিলেন—তিনি সরাসরি কোনো শর্ত ছাড়াই আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ পরে জানান, আলোচনায় ২০২২ সালের একটি ত্রুটিপূর্ণ শান্তি চুক্তি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেয়া হবে। এর মানে হলো—ইউক্রেনের স্বীকৃতির বিনিময়ে রাশিয়া তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।
রোববার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর রাশিয়া এবং পশ্চিমের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ইউক্রেনের যুদ্ধের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পশ্চিমা শক্তি রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।
পুতিন তাঁর প্রস্তাবে জানিয়েছিলেন, তারা তুরস্কে নতুন যুদ্ধবিরতি এবং শান্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি শান্তির শুরু হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা না দেয়, তাহলে আলোচনা সম্ভব নয়।
এদিকে, ট্রাম্প এক টুইটে বলেছেন, ‘এমন এক অবিরাম রক্তপাতের পরিণতি যাতে শেষ হয়, তা ভাবুন।’ ইউরোপীয় বড় শক্তিগুলোও শনিবার কিয়েভে পুতিনকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু পুতিন তা নাকচ করে দিয়ে বলেন, শান্তির আলোচনা শুরুর আগে যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় আনতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের প্রস্তাবকে একটি ‘প্রাথমিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি মনে করেন, এটি যথেষ্ট নয় এবং যুদ্ধবিরতির জন্য কোনো পূর্বশর্ত হওয়া উচিত নয়। পুতিন এর আগেও একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, তবে সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুতিনের শর্তগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিরতি আগে হওয়া উচিত, তারপর শান্তি আলোচনা শুরু হওয়া উচিত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
শনিবার রাত দেড়টায় এক টেলিভিশন ভাষণে নিজের প্রস্তাবের কথা জানান পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের প্রতি ৩০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করেন, যা শান্তির জন্য একটি বড় সুযোগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
পুতিন বলেছিলেন—তিনি সরাসরি কোনো শর্ত ছাড়াই আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ পরে জানান, আলোচনায় ২০২২ সালের একটি ত্রুটিপূর্ণ শান্তি চুক্তি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেয়া হবে। এর মানে হলো—ইউক্রেনের স্বীকৃতির বিনিময়ে রাশিয়া তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।
রোববার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর রাশিয়া এবং পশ্চিমের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ইউক্রেনের যুদ্ধের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পশ্চিমা শক্তি রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।
পুতিন তাঁর প্রস্তাবে জানিয়েছিলেন, তারা তুরস্কে নতুন যুদ্ধবিরতি এবং শান্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি শান্তির শুরু হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা না দেয়, তাহলে আলোচনা সম্ভব নয়।
এদিকে, ট্রাম্প এক টুইটে বলেছেন, ‘এমন এক অবিরাম রক্তপাতের পরিণতি যাতে শেষ হয়, তা ভাবুন।’ ইউরোপীয় বড় শক্তিগুলোও শনিবার কিয়েভে পুতিনকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু পুতিন তা নাকচ করে দিয়ে বলেন, শান্তির আলোচনা শুরুর আগে যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় আনতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের প্রস্তাবকে একটি ‘প্রাথমিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি মনে করেন, এটি যথেষ্ট নয় এবং যুদ্ধবিরতির জন্য কোনো পূর্বশর্ত হওয়া উচিত নয়। পুতিন এর আগেও একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, তবে সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুতিনের শর্তগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিরতি আগে হওয়া উচিত, তারপর শান্তি আলোচনা শুরু হওয়া উচিত।
একটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক
১ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলো এখন ভারতের কাছে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’। স্থানীয় সময় আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত নয় ভারত।
৩ ঘণ্টা আগে