Ajker Patrika

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ৪২
পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পিজিএনআইজিকে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পিজিএনআইজি গ্যাসের বেশির ভাগ অংশই গ্যাজপ্রম থেকে আমদানি করে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় অবরোধ আরোপ করে। জবাবে রাশিয়াও ঘোষণা দেয়, যেসব দেশ রাশিয়ার বন্ধু নয়, তাদের রাশিয়ার তেল-গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে। তবে পিজিএনআইজি রুশ মুদ্রায় গ্যাস কিনতে অস্বীকৃতি জানায়। 

পোলিশ সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার এমন কর্মকাণ্ডে তারা উদ্বিগ্ন নয়। কারণ গ্রীষ্মে পোল্যান্ডে গ্যাসের চাহিদা কম থাকে। 

পিজিএনআইজি বলছে, তাদের কাছে ৮০ শতাংশ গ্যাস মজুত রয়েছে। 

রাশিয়া সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত