Ajker Patrika

নিজেদের মহাকাশ স্টেশনে সর্বশেষ মডিউল পাঠাল চীন

নিজেদের মহাকাশ স্টেশনে সর্বশেষ মডিউল পাঠাল চীন

নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে সর্বশেষ মডিউল পাঠিয়েছে চীন। এর মধ্য দিয়ে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পর এটি দ্বিতীয় মহাকাশ স্টেশন এবং কোনো দেশের এককভাবে তৈরি কোনো মহাকাশ স্টেশন। স্থানীয় সময় আজ সোমবার চীন সর্বশেষ এই মডিউলটি পাঠিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষবিহীন ‘মংতিয়েন’ বা ‘স্বর্গের স্বপ্ন’ নামে পরিচিত ওই মডিউলটিকে চীনের তৈরি শক্তিশালী রকেট লং মার্চ ৫বিতে পাঠানো হয়েছে। চীনের স্থানীয় সময় আজ সোমবার বিকেল ৩টা ৩৭ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে চীন তিয়ানহে স্পেস মডিউল পাঠানোর মাধ্যমে নিজেদের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে। তিয়ানহে মূলত মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হয়। এর পর চলতি বছরের জুলাইয়ে ওয়েনতিয়ান বা ‘স্বর্গের সন্ধানে’ নামে আরও একটি মডিউল পাঠানো হয়। এই মডিউলটি মূলত গবেষণাগার হিসেবে ব্যবহার করা হয়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ টনের ‘মংতিয়েন’ মডিউলটি মূল মডিউল তিয়ানহের অক্ষাংশের সঙ্গে সংযুক্ত করা হবে। এই স্পেস স্টেশনটির সব মডিউল সংযুক্ত করার পর থেকে প্রায় ১০ বছর এতে কাজ চালিয়ে নেওয়া যাবে। চীনের তিয়ানহে মহাকাশ স্টেশনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যতীত একমাত্র মহাকাশ স্টেশন। 

উল্লেখ্য, মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে চীনকে বাধা দেওয়ার পর থেকেই চীন গত ১০ বছর ধরেই নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগং নির্মাণের প্রযুক্তির উন্নয়নে ব্যয় করেছে। দেশটির লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে তারা মহাকাশ শক্তিতে পরিণত হবে এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পাল্লা দেবে। দেশটি এরই মধ্যে মঙ্গল গ্রহে নিজেদের একটি যান পাঠিয়েছে, চাঁদেও মহাকাশ যান পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত