Ajker Patrika

জলবায়ু সম্মেলনেই দেখা হচ্ছে বাইডেন–সির

জলবায়ু সম্মেলনেই দেখা হচ্ছে বাইডেন–সির

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহুত জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন এই দুই নেতা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার বিষয়ে ২০১৫ সালে হওয়া বৈশ্বিক সমঝোতা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলন আহ্বান করেন। করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল পরিসরে আয়োজিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্মেলনে সি চিন পিং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। আজ বুধবার দেওয়া এ সম্পর্কিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ব রাজনীতির মঞ্চে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে গত কয়েক বছর ধরেই চীনকে চিহ্নিত করে আসছে ওয়াশিংটন। বিভিন্ন দেশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও দুই দেশ লড়াই করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত মাসে আলাস্কায় প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। যদিও এই বৈঠকে তেমন বড় কোনো অগ্রগতি হয়নি শেষ পর্যন্ত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি চীন সফর করেন। সফরকালে উভয় পক্ষই এই দশকে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সম্মত হন। এবার কার্বন নিঃসরণ কমানোর প্রশ্নে আয়োজিত জলবায়ু সম্মেলনে বিশ্বের দুই শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ এক মঞ্চে আসাটা আশাবাদী করছে অনেককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত