চীনের মধ্যাঞ্চলের প্রদেশ হুবেইয়ের ইঝউ শহরের একটি প্রধান সড়কের বাইরেই গড়ে উঠেছে ২৬ তলার সুরম্য অ্যাপার্টমেন্ট ভবন। বাণিজ্যিক ঢঙে গড়ে তোলা ওই ভবন দেখে প্রথমে মনে হতে পারে সেটি কোনো অফিস বিল্ডিং। কিন্তু আদতে ভবনটি গড়ে তোলা হয়েছে শূকরের খামার হিসেবে ব্যবহারের জন্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ২৬ তলার ওই ভবনকে ধারণা করা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বড়’ শূকরের খামার, যেখান থেকে প্রতিবছর ১২ লাখ শূকর সরবরাহ করা সম্ভব হবে দেশটির বাজার, যা দেশটিতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
হুবেই ঝংক্সিন কাইওয়েই মডার্ন ফার্মিং নামের একটি প্রতিষ্ঠান নতুন এই আকাশচুম্বী খামারে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে চলতি বছরের অক্টোবরে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত তাঁরা সেখানে ৩ হাজার ৭০০ শূকর লালন-পালন শুরু করেছে। শূকর বাজারজাতকরণের ক্ষেত্রে ঝংক্সিন কাইওয়েই একটি নবাগত প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি সিমেন্ট উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল।
ঝংক্সিন কাইওয়েই অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতি অনুসারে, শূকরের খামারটিতে দুটি ভবন রয়েছে। দুই ভবনে ৮ লাখ বর্গমিটার জায়গা রয়েছে, যেখানে একসঙ্গে সাড়ে ৬ লাখ শূকর লালন-পালন করা যাবে। ৪০০ কোটি ইউয়ান ব্যয়ে নির্মিত ওই খামারে গ্যাসের সংযোগ ছাড়াও তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে একটি মাত্র বোতামের সাহায্যে একসঙ্গে ৩০ হাজার শূকরকে খাবার খাওয়ানো সম্ভব।
চীনের মধ্যাঞ্চলের প্রদেশ হুবেইয়ের ইঝউ শহরের একটি প্রধান সড়কের বাইরেই গড়ে উঠেছে ২৬ তলার সুরম্য অ্যাপার্টমেন্ট ভবন। বাণিজ্যিক ঢঙে গড়ে তোলা ওই ভবন দেখে প্রথমে মনে হতে পারে সেটি কোনো অফিস বিল্ডিং। কিন্তু আদতে ভবনটি গড়ে তোলা হয়েছে শূকরের খামার হিসেবে ব্যবহারের জন্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ২৬ তলার ওই ভবনকে ধারণা করা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বড়’ শূকরের খামার, যেখান থেকে প্রতিবছর ১২ লাখ শূকর সরবরাহ করা সম্ভব হবে দেশটির বাজার, যা দেশটিতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
হুবেই ঝংক্সিন কাইওয়েই মডার্ন ফার্মিং নামের একটি প্রতিষ্ঠান নতুন এই আকাশচুম্বী খামারে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে চলতি বছরের অক্টোবরে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত তাঁরা সেখানে ৩ হাজার ৭০০ শূকর লালন-পালন শুরু করেছে। শূকর বাজারজাতকরণের ক্ষেত্রে ঝংক্সিন কাইওয়েই একটি নবাগত প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি সিমেন্ট উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল।
ঝংক্সিন কাইওয়েই অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতি অনুসারে, শূকরের খামারটিতে দুটি ভবন রয়েছে। দুই ভবনে ৮ লাখ বর্গমিটার জায়গা রয়েছে, যেখানে একসঙ্গে সাড়ে ৬ লাখ শূকর লালন-পালন করা যাবে। ৪০০ কোটি ইউয়ান ব্যয়ে নির্মিত ওই খামারে গ্যাসের সংযোগ ছাড়াও তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে একটি মাত্র বোতামের সাহায্যে একসঙ্গে ৩০ হাজার শূকরকে খাবার খাওয়ানো সম্ভব।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১১ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
১৯ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে