মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।
মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।
গাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেইখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৩ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
২৩ মিনিট আগেকাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিনজন কর্মী মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লোহিত সাগর উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেইখের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।
৪৩ মিনিট আগেমার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান গতকাল শনিবার জানিয়েছেন, তিনি গাজায় গিয়ে যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন হবে না। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে