Ajker Patrika

চীনে নতুন ৩০ কোভিড রোগী শনাক্ত

চীনে নতুন ৩০ কোভিড রোগী শনাক্ত

ঢাকা: চীনে নতুন করে ৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে নতুন করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮ জনের শরীরে করোনার লক্ষণ দেখা যাচ্ছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে ২১ মের পর থেকে এ পর্যন্ত শহরটিতে ৮০ জন কোভিড রোগী শনাক্ত হলেন।

চীনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো চীনে গত একদিনে ৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাঁদের দাবি, আক্রান্তদের মধ্যে গুয়াংঝুর সাতজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাকি ২৩ জন বিদেশ থেকে এসেছেন।

এমন পরিস্থিতিতে গুয়াংঝু নিয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুয়াংঝুর ১১টি জেলায় বাসিন্দাদের গণ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, রোববার এক সংবাদ ব্রিফিংয়ে গুয়াংঝু পৌর স্বাস্থ্য কমিশনের উপপরিচালক চেন বিন বলেন, শহর থেকে বের হতে চাইলে যাত্রার দুই দিন আগে মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ নভেম্বর চীনে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২১ সালের ৫ জুন পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৯১ হাজার ২৪৮। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত