Ajker Patrika

করোনার উৎস খুঁজতে রক্ত পরীক্ষা করবে চীন

করোনার উৎস খুঁজতে রক্ত পরীক্ষা করবে চীন

করোনার উৎস নিয়ে রহস্য এখনো কাটেনি। উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়ে গেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। কিন্তু চীন সে অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। চলছে তদন্তের কাজও। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্রের অভিযোগ, সহায়তা করছে না চীন। এবার তাই উৎস খুঁজতে রক্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। উহানের ব্লাড ব্যাংকে থাকা ২ লাখ রক্তের নমুনা থেকে ১০ হাজার নমুনা যাচাই করবে দেশটি। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

কখন এবং কোথায় প্রথম করোনা সংক্রমণ ঘটে তা জানতে ২০১৯ সালের শেষ দিকে রক্তের নমুনা পরীক্ষার ব্যাপারে গত ফেব্রুয়ারিতেই ইঙ্গিত করে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দুই বছরের জন্য এগুলো জমা করে রাখা হয়েছিল। ডিসেম্বরেই সে সময় শেষ হতে যাচ্ছে। সময় পার হলেই পরীক্ষা শুরু করবে চীনের স্বাস্থ্য কমিশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত