ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে সম্প্রতি বিশেষ নিরাপত্তা চুক্তির ঘোষণা দেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত অত্যাধুনিক সাবমেরিন বানাতে প্রযুক্তিগত সহায়তা দেবে দেশ দুটি। তবে এতে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। কারণ, ত্রিদেশীয় জোট গঠন করতে গিয়ে সাবমেরিন বানাতে ফ্রান্সের সঙ্গে করা প্রায় তিন হাজার কোটি পাউন্ডের একটি চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
‘অকাস’ নামের এই চুক্তির আওতায় তৈরি সাবমেরিন পেলে দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে অস্ট্রেলিয়া, যা এই অঞ্চলে প্রভাব বিস্তারে সহায়তা করবে যুক্তরাষ্ট্রকে। বিষয়টি সহজভাবে নেয়নি চীন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া, উত্তর কোরিয়া। সামগ্রিকভাবে ত্রিদেশীয় এই চুক্তি নিয়ে একধরনের কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে দেশগুলোর মধ্যে।
এসব ঘটনার জেরে ক্যানবেরা ও ওয়াশিংটন থেকে নিজ রাষ্ট্রদূতদের ডেকে পাঠানোর পর এবার যুক্তরাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা বৈঠকও বাতিল করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মধ্যে চলতি সপ্তাহে লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।
ফ্রান্স দাবি করছে, ত্রিদেশীয় চুক্তির আগে তাদের সঙ্গে পরামর্শ করেনি মিত্র দেশগুলো। অন্যদিকে অস্ট্রেলিয়া বলছে, ২০১৬ সালে প্যারিসের সঙ্গে করা সাবমেরিন চুক্তি নিয়ে নিজেদের উদ্বেগ অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে তারা।
এ অবস্থায় কূটনৈতিক টানাপোড়েন এবং ভুল বোঝাবুঝি দূর করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তিকে ‘অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে উত্তর কোরিয়া বলছে, ‘অকাস’ চুক্তির কারণে উত্তর কোরিয়া কোনো নিরাপত্তা হুমকিতে পড়লে এর পাল্টা জবাব দেবে পিয়ংইয়ং।
এদিকে ফ্রান্সের সঙ্গে উত্তেজনার মধ্যেই গতকাল সোমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মার্কিন নেতৃত্বাধীন চীনবিরোধী সামরিক জোট কোয়াডের সম্মেলনে অংশ নিতেই তাঁর এ সফর।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে সম্প্রতি বিশেষ নিরাপত্তা চুক্তির ঘোষণা দেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত অত্যাধুনিক সাবমেরিন বানাতে প্রযুক্তিগত সহায়তা দেবে দেশ দুটি। তবে এতে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। কারণ, ত্রিদেশীয় জোট গঠন করতে গিয়ে সাবমেরিন বানাতে ফ্রান্সের সঙ্গে করা প্রায় তিন হাজার কোটি পাউন্ডের একটি চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
‘অকাস’ নামের এই চুক্তির আওতায় তৈরি সাবমেরিন পেলে দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে অস্ট্রেলিয়া, যা এই অঞ্চলে প্রভাব বিস্তারে সহায়তা করবে যুক্তরাষ্ট্রকে। বিষয়টি সহজভাবে নেয়নি চীন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া, উত্তর কোরিয়া। সামগ্রিকভাবে ত্রিদেশীয় এই চুক্তি নিয়ে একধরনের কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে দেশগুলোর মধ্যে।
এসব ঘটনার জেরে ক্যানবেরা ও ওয়াশিংটন থেকে নিজ রাষ্ট্রদূতদের ডেকে পাঠানোর পর এবার যুক্তরাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা বৈঠকও বাতিল করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মধ্যে চলতি সপ্তাহে লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।
ফ্রান্স দাবি করছে, ত্রিদেশীয় চুক্তির আগে তাদের সঙ্গে পরামর্শ করেনি মিত্র দেশগুলো। অন্যদিকে অস্ট্রেলিয়া বলছে, ২০১৬ সালে প্যারিসের সঙ্গে করা সাবমেরিন চুক্তি নিয়ে নিজেদের উদ্বেগ অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে তারা।
এ অবস্থায় কূটনৈতিক টানাপোড়েন এবং ভুল বোঝাবুঝি দূর করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তিকে ‘অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে উত্তর কোরিয়া বলছে, ‘অকাস’ চুক্তির কারণে উত্তর কোরিয়া কোনো নিরাপত্তা হুমকিতে পড়লে এর পাল্টা জবাব দেবে পিয়ংইয়ং।
এদিকে ফ্রান্সের সঙ্গে উত্তেজনার মধ্যেই গতকাল সোমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মার্কিন নেতৃত্বাধীন চীনবিরোধী সামরিক জোট কোয়াডের সম্মেলনে অংশ নিতেই তাঁর এ সফর।
গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত হলো রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির সময় আন্তর্জাতিক গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিদেশ সফরে যান, তখন তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে একটি বিশেষ ‘মলমূত্রের স্যুটকেস’ বহন করেন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন,
২ ঘণ্টা আগেক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৩ ঘণ্টা আগে