ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।
লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।
চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।
ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।
লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।
চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
২ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৩ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৩ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৪ ঘণ্টা আগে