Ajker Patrika

করোনার কারণে বেইজিং ম্যারাথন স্থগিত করল চীন

করোনার কারণে বেইজিং ম্যারাথন স্থগিত করল চীন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল। 

চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে। 

বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।        

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত