করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তাঁর ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।
৯ মিনিট আগেস্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৯ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
১১ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
১১ ঘণ্টা আগে