Ajker Patrika

পরীক্ষায় ফেল করায় ক্ষিপ্ত হয়ে স্কুলে হামলা, ছুরিকাঘাতে ৮ জনকে খুন

ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ হামলার ঘটনা ঘটে। ছবি: এএফপি
ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ হামলার ঘটনা ঘটে। ছবি: এএফপি

চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ইয়িংশিংয়ের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২১ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ছাত্র। এ বছর তাঁর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এক সঙ্গে এতজনের মৃত্যুর ঘটনা বিরল।

এই সপ্তাহের শুরুর দিকে চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় স্টেডিয়ামে গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪৩ জনের বেশি।

এছাড়া গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। এর আগে সেপ্টেম্বর মাসে শেনজেন শহরে এক জাপানি স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত