Ajker Patrika

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন। আজ বুধবার চীনের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সি চিন পিং বলেছেন, ‘চীন ও পাকিস্তানের মধ্যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) গড়ে তোলার পাশাপাশি গোয়াদর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ প্রকল্পকেও ত্বরান্বিত করে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে হবে।’ বৈঠকে দুই নেতা ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের পাশাপাশি সিপিইসিসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হন। 

বৈঠকে চীনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিনিয়োগে বিস্তৃত সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সি বলেন, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত মেইনলাইন-১ রেলওয়ে আপগ্রেডিং প্রকল্প এবং করাচি সার্কুলার রেলওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। 

সি আরও বলেন, ‘চীন উচ্চ-মানের কৃষি রপ্তানির সম্প্রসারণে পাকিস্তানকে স্বাগত জানায় এবং ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ফটোভোলটেইক এবং অন্যান্য নতুন জ্বালানি উৎসসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।’ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীন পাকিস্তানকে উচ্চগতির রেলওয়ে প্রযুক্তির আওতায় ১৬০ কিলোমিটার গতিসম্পন্ন রেল ইঞ্জিন তৈরির প্রযুক্তি সরবরাহ করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত