Ajker Patrika

জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় চীন ও যুক্তরাষ্ট্রের

জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় চীন ও যুক্তরাষ্ট্রের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে। 

গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।  

চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।

তবে  ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন।  প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়,    উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে  ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি  বলেন,  চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে   এ নিয়ে  আমাদের কোনো ধারণা ছিল না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত