জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক চুক্তির পর রাজোয়েলিনাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেযাত্রা শুরুর আগে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্পকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি বলেন, ‘শুনেছি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন যুদ্ধ চলছে। আমি মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে দেখব কী হচ্ছে। জানেনই তো, আমি আরেকটা যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’
১ ঘণ্টা আগেসম্প্রতি সাইপ্রাসে অনুষ্ঠিত এক বিশেষ শিশু শিবিরকে ঘিরে তৈরি হয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি পডকাস্ট। ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি শিশুরা বন্ধুত্ব গড়ার চেষ্টা করছে’ শিরোনামে সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত ওই পডকাস্ট মূল্যবান একটি অনুসন্ধানে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় বাধার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তাঁর ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত...
২ ঘণ্টা আগে