জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
২ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৩ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৩ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৪ ঘণ্টা আগে