চীনে গত মাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (২ আগস্ট) দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে বন্যায় মারা গেছে সবচেয়ে বেশি।
স্থানীয় সরকারের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে, বন্যায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫০ জন। এরমধ্যে শুধু ঝেংঝুতেই নিখোঁজ ৪৭ জন। বন্যার উপকেন্দ্র ঝেংঝুতে বন্যায় মারা গেছে ২৯২ জন। অনেক লোকজন সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে তিন দিনে ঝেংঝু শহরে ৬১৭ দশমিক ১ মিলিমিটার (২৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। অথচ শহরটির বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ৬৪০ দশমিক ৮ মিলিমিটার। বন্যায় প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কমপক্ষে এক হাজার ৮০০ কোটি ডলার। পাঁচ লাখ ৮০ হাজার হেক্টরস জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সাম্প্রতিক তাপপ্রবাহ, পশ্চিম ইউরোপে হয়ে যাওয়া প্রবল বন্যার মতো করেই চীনের এমন অস্বাভাবিক ভার বৃষ্টিপাতের কারণ নিশ্চিতভাবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন।
এ বিষয়ে সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক জনি চ্যান রয়টার্সকে বলেন, ‘এমন অস্বাভাবিক আবহাওয়ার মুখে ভবিষ্যতে ঘন ঘন পড়তে হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা এখনই জরুরি।’
চীনে গত মাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (২ আগস্ট) দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে বন্যায় মারা গেছে সবচেয়ে বেশি।
স্থানীয় সরকারের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে, বন্যায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫০ জন। এরমধ্যে শুধু ঝেংঝুতেই নিখোঁজ ৪৭ জন। বন্যার উপকেন্দ্র ঝেংঝুতে বন্যায় মারা গেছে ২৯২ জন। অনেক লোকজন সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে তিন দিনে ঝেংঝু শহরে ৬১৭ দশমিক ১ মিলিমিটার (২৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। অথচ শহরটির বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ৬৪০ দশমিক ৮ মিলিমিটার। বন্যায় প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কমপক্ষে এক হাজার ৮০০ কোটি ডলার। পাঁচ লাখ ৮০ হাজার হেক্টরস জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সাম্প্রতিক তাপপ্রবাহ, পশ্চিম ইউরোপে হয়ে যাওয়া প্রবল বন্যার মতো করেই চীনের এমন অস্বাভাবিক ভার বৃষ্টিপাতের কারণ নিশ্চিতভাবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন।
এ বিষয়ে সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক জনি চ্যান রয়টার্সকে বলেন, ‘এমন অস্বাভাবিক আবহাওয়ার মুখে ভবিষ্যতে ঘন ঘন পড়তে হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা এখনই জরুরি।’
গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত হলো রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির সময় আন্তর্জাতিক গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিদেশ সফরে যান, তখন তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে একটি বিশেষ ‘মলমূত্রের স্যুটকেস’ বহন করেন।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন,
৩ ঘণ্টা আগেক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৫ ঘণ্টা আগে