ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৮ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৯ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১০ ঘণ্টা আগে