ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
মরুকরণ, খরার মতো প্রাকৃতিক সমস্যাগুলো মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদি আরবও কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিংয়ের পথে হাঁটছে। দ্য সৌদি রিজিওনাল ক্লাউড সিডিং প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে রিয়াদ, কাসিম হাইল, মক্কা, আল-বাহা ও আসির—এই ছয় এলাকায় এই কার্যক্রম শুরু হবে। মূলত পানির উৎস আর বনাঞ্চল
৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল রোববার বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধের ইতি টানার দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জেলেনস্কি চাইলে ‘প্রায় এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন,
১ ঘণ্টা আগেআলজেরিয়ায় এ সপ্তাহে এক চাঞ্চল্যকর ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এক নারী ২৬ বছর ধরে নিজের পারিবারিক বাড়িতেই একাকী বন্দী ছিলেন। সম্প্রতি এক প্রতিবেশী বিষয়টি পুলিশের নজরে আনলে ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি স্বেচ্ছায় বা অন্য কোনো কারণে বাইরে আসেননি। জানা গেছে, তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করার
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
৩ ঘণ্টা আগে