তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হয়ে রেকর্ড গড়লেন সি চিনপিং। একই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন তিনি। দলের প্রধান নির্বাচিত হয়েই নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে ব্যাপক বদলের ঘোষণা দেন সি। নিজের অনুগতদের নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য করেন।
বিবিসির খবরে জানা যায়, রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সি। অধিবেশনে সিসিপির সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সি চিনপিং ছাড়াও লি কিয়াং, শাও লেজি, ওয়াং হানিং, কাই কি, ডিং শুয়েশিয়াং এবং লি সি এই কার্যনির্বাহী কমটিতে রয়েছেন। লি কিয়াং প্রিমিয়ার, অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে দলের উচ্চপর্যায়ের সদস্যরা যোগদান করেন।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং, যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড বর্তমানে ভাঙলেন চিনপিং।
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হয়ে রেকর্ড গড়লেন সি চিনপিং। একই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন তিনি। দলের প্রধান নির্বাচিত হয়েই নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে ব্যাপক বদলের ঘোষণা দেন সি। নিজের অনুগতদের নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য করেন।
বিবিসির খবরে জানা যায়, রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সি। অধিবেশনে সিসিপির সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সি চিনপিং ছাড়াও লি কিয়াং, শাও লেজি, ওয়াং হানিং, কাই কি, ডিং শুয়েশিয়াং এবং লি সি এই কার্যনির্বাহী কমটিতে রয়েছেন। লি কিয়াং প্রিমিয়ার, অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে দলের উচ্চপর্যায়ের সদস্যরা যোগদান করেন।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং, যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড বর্তমানে ভাঙলেন চিনপিং।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৪ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২৫ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে