অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটি বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার ব্যাপক পর্যালোচনা শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান না তারা।
রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই বিষয়টি সামনে এল। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার কয়েক মাস পর গত ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি তিনি।
গত আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনার নির্দেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে দমন-পীড়নের সময় ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শেখ হাসিনার অধীনে সামরিক বাহিনীকে কারফিউ কার্যকর করতে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সংস্থাটি নিরস্ত্র ছাত্র বিক্ষোভকারীদের ওপর আক্রমণসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য সৈন্যদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি সেই সময় ‘প্রভাবশালী সরকারগুলোকে শেখ হাসিনাকে তাঁর বাহিনীকে ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা বন্ধ করার জন্য চাপ দেওয়ার’ আহ্বান জানিয়েছিলেন।
এএনইউয়ের জন্য এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করা একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই।’ তিনি আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির অনুরোধ করেছে। রেড নোটিশ হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি বৈশ্বিক অনুরোধ, যাতে কোনো ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা যায় এবং তাকে প্রত্যর্পণ বা আইনি পদক্ষেপের জন্য অপেক্ষা করানো যায়।
আরও খবর পড়ুন:
অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটি বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার ব্যাপক পর্যালোচনা শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান না তারা।
রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই বিষয়টি সামনে এল। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার কয়েক মাস পর গত ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি তিনি।
গত আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনার নির্দেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে দমন-পীড়নের সময় ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শেখ হাসিনার অধীনে সামরিক বাহিনীকে কারফিউ কার্যকর করতে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সংস্থাটি নিরস্ত্র ছাত্র বিক্ষোভকারীদের ওপর আক্রমণসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য সৈন্যদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি সেই সময় ‘প্রভাবশালী সরকারগুলোকে শেখ হাসিনাকে তাঁর বাহিনীকে ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা বন্ধ করার জন্য চাপ দেওয়ার’ আহ্বান জানিয়েছিলেন।
এএনইউয়ের জন্য এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করা একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই।’ তিনি আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির অনুরোধ করেছে। রেড নোটিশ হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি বৈশ্বিক অনুরোধ, যাতে কোনো ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা যায় এবং তাকে প্রত্যর্পণ বা আইনি পদক্ষেপের জন্য অপেক্ষা করানো যায়।
আরও খবর পড়ুন:
সীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৩ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৩ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার। আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও, ক্ষমতাসীন লিবারেল পার্টি টানা চতুর্থবার জয়লাভ করেছে। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
৩ ঘণ্টা আগে