অনলাইন ডেস্ক
সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচে অংশ নিচ্ছেন ডিকা। এটি রিয়াউ প্রদেশের শত বছরের পুরোনো এক উৎসব, যেখানে প্রতিটি নৌকায় একজন নৃত্যশিল্পী থাকেন, যাকে বলা হয় ‘তুকাং তারি’। এই ব্যক্তি মূলত নাচ করে নৌকার মাঝিদের উজ্জীবিত করেন। ডিকা মাত্র ৯ বছর বয়স থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই নৌকাবাইচকে স্থানীয়ভাবে পাচু জালুর নামে পরিচিত। ‘পাচু’ শব্দের অর্থ দৌড় এবং ‘জালুর’ অর্থ দীর্ঘ ও সরু কাঠের নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকা সাধারণত ২০ থেকে ৪০ মিটার লম্বা হয়ে থাকে এবং একেকটি নৌকায় প্রায় ৫০ জন পর্যন্ত মাঝি থাকে।
আর এই নৌকাবাইচের বিশেষত্বই হলো তুকাং তারি বা নৃত্যশিল্পী। তুকাং তারির এই নাচকে স্থানীয়ভাবে সম্মানের চোখে দেখা হয় এবং এটি পুরো প্রতিযোগিতায় একটি আবেগঘন অনুষঙ্গ। পাচু জালুর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি রিয়াউয়ের মানুষের পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটি প্রতিবছর আগস্ট মাসে একটি উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয় বা উপভোগ করতে আসে। স্থানীয় জনগণ ছাড়াও এটি বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
এই প্রতিযোগিতার মাধ্যমেই এখন ভাইরাল হয়েছে ১১ বছরের ডিকা, যিনি একজন তুকাং তারি হিসেবেই নাচ করে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন।
জানুয়ারিতে ‘লেনসা রামস’ নামের এক ব্যবহারকারী প্রথম ভিডিওটি টিকটকে পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, ডিকার নাচ সহজ এবং সুন্দর। অনেকেই সেটি অনুকরণ করে নিজেদের মতো করে উপস্থাপন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘অরা ফার্মিং’ শব্দটি ছড়িয়ে পড়েছে। এর মানে হলো কেউ বারবার একই রকম কৌশল বা স্টাইল ব্যবহার করে নিজের উপস্থিতিকে আকর্ষণীয়, স্টাইলিশ বা প্রভাবশালী করে তোলে, যেন তার চারপাশে একধরনের ‘অরা’ বা ক্যারিশমা তৈরি হয়। ডিকার শান্ত ভঙ্গি, বারবার হাত ও পা নাড়িয়ে সামনের দিকে দোলানো, এবং সেই মুহূর্তে তাঁর আত্মবিশ্বাস—এই ট্রেন্ডের এক নিখুঁত উদাহরণ।
এই জনপ্রিয়তা এখন শুধুই ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের অনেক তারকাও ডিকার নাচ অনুকরণ করেছেন। এনএফএল তারকা ট্রাভিস কেলসি, ডিকার সঙ্গে নিজের নাচের তুলনা করে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেটি ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ দেখেছে। এমনকি মার্কিন ফুটবল দলের খেলোয়াড় দিয়েগো লুনা সম্প্রতি একটি ম্যাচে গোল করার পর ডিকার নাচ অনুকরণ করে উদ্যাপন করেন। এ ছাড়া, জনপ্রিয় বেসবল দলের একটি অংশীদার দল ‘পার্টি অ্যানিম্যালস’ও মাঠে এই নাচটি পরিবেশন করেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেটিও।
ডিকার এমন বৈশ্বিক পরিচিতি এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরার জন্য সম্প্রতি রিয়াউ প্রদেশের সরকার তাঁকে ‘পর্যটন দূত’ হিসেবে ঘোষণা করেছে। গভর্নর আবদুল ওয়াহিদ আনুষ্ঠানিকভাবে ডিকাকে ২০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ১২০০ মার্কিন ডলার) শিক্ষাবৃত্তি দিয়েছেন। এই অনুষ্ঠানে গভর্নর এবং সরকারি কর্মকর্তাদের সামনে নিজের জনপ্রিয় নাচ পরিবেশন করেন ডিকা। পুরস্কার পেয়ে ডিকা বলেন, ‘আমি খুব খুশি। কখনো ভাবিনি যে আমি গভর্নরের সঙ্গে দেখা করতে পারব।’
আগামী মাসেই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাচু জালুর’ প্রতিযোগিতা। এবারও অংশ নেবেন ডিকা।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচে অংশ নিচ্ছেন ডিকা। এটি রিয়াউ প্রদেশের শত বছরের পুরোনো এক উৎসব, যেখানে প্রতিটি নৌকায় একজন নৃত্যশিল্পী থাকেন, যাকে বলা হয় ‘তুকাং তারি’। এই ব্যক্তি মূলত নাচ করে নৌকার মাঝিদের উজ্জীবিত করেন। ডিকা মাত্র ৯ বছর বয়স থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই নৌকাবাইচকে স্থানীয়ভাবে পাচু জালুর নামে পরিচিত। ‘পাচু’ শব্দের অর্থ দৌড় এবং ‘জালুর’ অর্থ দীর্ঘ ও সরু কাঠের নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকা সাধারণত ২০ থেকে ৪০ মিটার লম্বা হয়ে থাকে এবং একেকটি নৌকায় প্রায় ৫০ জন পর্যন্ত মাঝি থাকে।
আর এই নৌকাবাইচের বিশেষত্বই হলো তুকাং তারি বা নৃত্যশিল্পী। তুকাং তারির এই নাচকে স্থানীয়ভাবে সম্মানের চোখে দেখা হয় এবং এটি পুরো প্রতিযোগিতায় একটি আবেগঘন অনুষঙ্গ। পাচু জালুর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি রিয়াউয়ের মানুষের পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটি প্রতিবছর আগস্ট মাসে একটি উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয় বা উপভোগ করতে আসে। স্থানীয় জনগণ ছাড়াও এটি বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
এই প্রতিযোগিতার মাধ্যমেই এখন ভাইরাল হয়েছে ১১ বছরের ডিকা, যিনি একজন তুকাং তারি হিসেবেই নাচ করে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন।
জানুয়ারিতে ‘লেনসা রামস’ নামের এক ব্যবহারকারী প্রথম ভিডিওটি টিকটকে পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, ডিকার নাচ সহজ এবং সুন্দর। অনেকেই সেটি অনুকরণ করে নিজেদের মতো করে উপস্থাপন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘অরা ফার্মিং’ শব্দটি ছড়িয়ে পড়েছে। এর মানে হলো কেউ বারবার একই রকম কৌশল বা স্টাইল ব্যবহার করে নিজের উপস্থিতিকে আকর্ষণীয়, স্টাইলিশ বা প্রভাবশালী করে তোলে, যেন তার চারপাশে একধরনের ‘অরা’ বা ক্যারিশমা তৈরি হয়। ডিকার শান্ত ভঙ্গি, বারবার হাত ও পা নাড়িয়ে সামনের দিকে দোলানো, এবং সেই মুহূর্তে তাঁর আত্মবিশ্বাস—এই ট্রেন্ডের এক নিখুঁত উদাহরণ।
এই জনপ্রিয়তা এখন শুধুই ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের অনেক তারকাও ডিকার নাচ অনুকরণ করেছেন। এনএফএল তারকা ট্রাভিস কেলসি, ডিকার সঙ্গে নিজের নাচের তুলনা করে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেটি ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ দেখেছে। এমনকি মার্কিন ফুটবল দলের খেলোয়াড় দিয়েগো লুনা সম্প্রতি একটি ম্যাচে গোল করার পর ডিকার নাচ অনুকরণ করে উদ্যাপন করেন। এ ছাড়া, জনপ্রিয় বেসবল দলের একটি অংশীদার দল ‘পার্টি অ্যানিম্যালস’ও মাঠে এই নাচটি পরিবেশন করেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেটিও।
ডিকার এমন বৈশ্বিক পরিচিতি এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরার জন্য সম্প্রতি রিয়াউ প্রদেশের সরকার তাঁকে ‘পর্যটন দূত’ হিসেবে ঘোষণা করেছে। গভর্নর আবদুল ওয়াহিদ আনুষ্ঠানিকভাবে ডিকাকে ২০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ১২০০ মার্কিন ডলার) শিক্ষাবৃত্তি দিয়েছেন। এই অনুষ্ঠানে গভর্নর এবং সরকারি কর্মকর্তাদের সামনে নিজের জনপ্রিয় নাচ পরিবেশন করেন ডিকা। পুরস্কার পেয়ে ডিকা বলেন, ‘আমি খুব খুশি। কখনো ভাবিনি যে আমি গভর্নরের সঙ্গে দেখা করতে পারব।’
আগামী মাসেই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাচু জালুর’ প্রতিযোগিতা। এবারও অংশ নেবেন ডিকা।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
কেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আই-এর গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্ট। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
৯ মিনিট আগেভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি, গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের
১ ঘণ্টা আগেপরিবারের অমতে বিয়ে করায় বিয়ের এক বছর পর গুলি করে হত্যা করা হলো এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৩ ঘণ্টা আগে