Ajker Patrika

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যার দিকে বশিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর বিশ্বাস নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উত্তর চব্বিশ পরগনার পুলিশ বলছে, শনিবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল ওই বাংলাদেশি। গত কিছুদিন ধরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জাহাঙ্গীর বিশ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। ধারণা করা হচ্ছে, চেন্নাই পুলিশের কাছে হস্তান্তরের আগে তাঁকে বিভিন্ন সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। 

 উত্তর চব্বিশ পরগনা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও ভারতে ফেরার পরিকল্পনাও ছিল তাঁর। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত