Ajker Patrika

স্বর্ণের দোকানে চুরি: মালয়েশিয়ায় পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৫: ৪৬
স্বর্ণের দোকানে চুরি: মালয়েশিয়ায় পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত 

মালয়েশিয়ায় স্বর্ণের দোকানে চুরি ও ৪০ লাখ রিঙ্গিত চুরির দায়ে একটি গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান পেকান-কুয়ান্তান বাইপাসের কাছাকাছি এই গোলাগুলির ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেন্ট্রো গ্যাং নামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন ভিয়েতনামী ও এক বাংলাদেশি নিহত হন। তাঁদের তিনজনের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর। 

পাহাং পুলিশের প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওসমান জানিয়েছেন, ওই তিনজনকে একটি গাড়ির কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। সেলাঙ্গর ও পাহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল পেকানের পাহাং স্টেট ডেভেলপমেন্ট বোর্ড এলাকায় গাড়িটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলেও চালক জালান পেকান-কুয়ান্তান বাইপাসের দিকে এগিয়ে যান। 

ইয়াহিয়া ওসমান আরও জানান, একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ওই গাড়িকে অনুসরণ করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে আগের গাড়িটি হঠাৎ থেমে যায়। এতে পুলিশ সদস্যরা তাঁদের গাড়ি থেকে নেমে আসেন, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিরা তাঁদের ওপর গুলি ছোড়েন। 

পাহাং পুলিশপ্রধান বলেন, ‘আত্মরক্ষার তাগিদে পুলিশ সদস্যরাও গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হন। পুলিশ সদস্যরা পরে সন্দেহভাজনদের গাড়ি তল্লাশি করে একটি গ্লক-১৭ পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি বুলেট কেসিং খুঁজে পায়।’ 

এ ছাড়া ড্রিল, গ্রিন্ডার্স, ম্যাশেটি, লোহার হাতুড়িসহ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার করা হয়েছে বলেও জানান পাহাং পুলিশপ্রধান। তাঁর অনুমান, ওই গাড়ি এবং এসব যন্ত্রপাতি বাংলাদেশি ব্যক্তির। তিনি জানিয়েছেন, ভিয়েতনামের ওই দুজন মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশি ব্যক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত