বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এশিয়ার দেশ সিঙ্গাপুরে নতুন করে করোনায় এক দিনে ৫ হাজার ৩২৪ জন শনাক্ত হয়েছে। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মহামারি শুরুর পর এটিই দেশটিতে এক দিনে সবচেয়ে বেশি করোনা শনাক্তের রেকর্ড। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা শনাক্তের সংখ্যা 'অস্বাভাবিক' বৃদ্ধি পেয়েছে আজ। বিকেলে কয়েক ঘণ্টার মধ্যে টেস্টিং ল্যাবরেটরি পরীক্ষায় বেশির ভাগ করোনা রোগী শনাক্ত হয়। করোনা 'অস্বাভাবিক' বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েক দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
করোনার বিস্তার ঠেকাতে গত সপ্তাহে সামাজিক কিছু বিধিনিষেধ বাড়িয়েছে দেশটি। এ পর্যন্ত দেশটির ৮৪ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিঙ্গাপুরে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪১৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। করোনা থেকে সেরে উঠেছে ১ লাখ ৫১ হাজার ৫৮০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯০।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৪৭০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৮৭ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২২৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এশিয়ার দেশ সিঙ্গাপুরে নতুন করে করোনায় এক দিনে ৫ হাজার ৩২৪ জন শনাক্ত হয়েছে। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মহামারি শুরুর পর এটিই দেশটিতে এক দিনে সবচেয়ে বেশি করোনা শনাক্তের রেকর্ড। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা শনাক্তের সংখ্যা 'অস্বাভাবিক' বৃদ্ধি পেয়েছে আজ। বিকেলে কয়েক ঘণ্টার মধ্যে টেস্টিং ল্যাবরেটরি পরীক্ষায় বেশির ভাগ করোনা রোগী শনাক্ত হয়। করোনা 'অস্বাভাবিক' বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েক দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
করোনার বিস্তার ঠেকাতে গত সপ্তাহে সামাজিক কিছু বিধিনিষেধ বাড়িয়েছে দেশটি। এ পর্যন্ত দেশটির ৮৪ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিঙ্গাপুরে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪১৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। করোনা থেকে সেরে উঠেছে ১ লাখ ৫১ হাজার ৫৮০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯০।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৪৭০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৮৭ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২২৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৬ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৬ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
৭ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
৮ ঘণ্টা আগে