আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানে প্রচণ্ড গরমে পুড়তে থাকা শহরগুলোতে এখন এক অভিনব দৃশ্য দেখা যাচ্ছে। শহরের রাস্তা ধরে ছুটে চলা ট্যাক্সিগুলোর ছাদে লাগানো রয়েছে অদ্ভুত আকৃতির একটি ব্যারেল ও এগজস্ট পাইপ।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো আসলে হাতে তৈরি এয়ারকুলার। গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে ট্যাক্সিচালকেরা নিজেরাই বানিয়ে নিয়েছেন।
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু গাড়ির ভেতরে থাকা এসি প্রায় সময় কাজ করে না বলে অভিযোগ চালকদের। এর বদলে নিজেদের তৈরি কুলার দারুণ কাজের বলে মনে করছেন তাঁরা।
আবদুল বারী নামের এক ট্যাক্সিচালক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা এসির চেয়ে ভালো কাজ করে। এসি কেবল সামনের অংশটা ঠান্ডা করে, আর এই কুলার পুরো গাড়িতে বাতাস ছড়িয়ে দেয়।
এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল বারী কুলারের এগজস্ট ভেন্টটা ট্যাক্সির জানালায় আঠা দিয়ে আটকে দিচ্ছেন। আর তাঁর একজন সহকারী গাড়ির ছাদে উঠে পুরো ইউনিট বসিয়ে দিচ্ছেন।
এই পদ্ধতির একমাত্র ঝামেলা হলো, দিনে দুবার করে কুলারে পানি ঢালা লাগে। তারপরও বারী বলেন, ‘আমার জন্য এটাই বেশ ভালো কাজ করে।’
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সরকার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে।
আরেক ট্যাক্সিচালক গুল মোহাম্মদ বলেন, কয়েক বছর আগে যখন আবহাওয়া অসহনীয় রকম গরম হয়ে ওঠে, তখন তিনি হাতে বানানো এই কুলার ব্যবহার শুরু করেন।
গুল বলেন, ‘এসি কাজ করত না। আর ঠিক করাতে খরচ পড়ত অনেক। তাই আমি এক টেকনিশিয়ানের কাছে গিয়ে নিজস্ব কুলার বানিয়ে নিয়েছি।’
৩২ বছর বয়সী গুল মোহাম্মদ এই কুলারের জন্য ৩ হাজার আফগানি (প্রায় ৫ হাজার ৩০০ টাকা) খরচ করেন।
যাত্রীরাও এই উদ্ভাবনী সমাধানকে সাধুবাদ জানাচ্ছেন। ১৯ বছর বয়সী যাত্রী নোরুল্লাহ বলেন, ‘যখন কুলার থাকে না, তখন খুবই কষ্ট হয়। আমি তো এমনকি গরমের ওষুধও সঙ্গে রাখি।’
এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে আফগানিস্তান তাদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বসন্তকাল পার করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, ভয়াবহ খরা ইতিমধ্যে দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমন আবহাওয়া দেশটির কৃষিকাজ ও গ্রামীণ জীবিকা ধ্বংস করে দিচ্ছে।
বিশেষজ্ঞরা বহুবার সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আফগানিস্তানের মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান জাতিসংঘের জলবায়ু আলোচনার বাইরে পড়ে গেছে।
আফগানিস্তানে প্রচণ্ড গরমে পুড়তে থাকা শহরগুলোতে এখন এক অভিনব দৃশ্য দেখা যাচ্ছে। শহরের রাস্তা ধরে ছুটে চলা ট্যাক্সিগুলোর ছাদে লাগানো রয়েছে অদ্ভুত আকৃতির একটি ব্যারেল ও এগজস্ট পাইপ।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো আসলে হাতে তৈরি এয়ারকুলার। গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে ট্যাক্সিচালকেরা নিজেরাই বানিয়ে নিয়েছেন।
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু গাড়ির ভেতরে থাকা এসি প্রায় সময় কাজ করে না বলে অভিযোগ চালকদের। এর বদলে নিজেদের তৈরি কুলার দারুণ কাজের বলে মনে করছেন তাঁরা।
আবদুল বারী নামের এক ট্যাক্সিচালক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা এসির চেয়ে ভালো কাজ করে। এসি কেবল সামনের অংশটা ঠান্ডা করে, আর এই কুলার পুরো গাড়িতে বাতাস ছড়িয়ে দেয়।
এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল বারী কুলারের এগজস্ট ভেন্টটা ট্যাক্সির জানালায় আঠা দিয়ে আটকে দিচ্ছেন। আর তাঁর একজন সহকারী গাড়ির ছাদে উঠে পুরো ইউনিট বসিয়ে দিচ্ছেন।
এই পদ্ধতির একমাত্র ঝামেলা হলো, দিনে দুবার করে কুলারে পানি ঢালা লাগে। তারপরও বারী বলেন, ‘আমার জন্য এটাই বেশ ভালো কাজ করে।’
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সরকার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে।
আরেক ট্যাক্সিচালক গুল মোহাম্মদ বলেন, কয়েক বছর আগে যখন আবহাওয়া অসহনীয় রকম গরম হয়ে ওঠে, তখন তিনি হাতে বানানো এই কুলার ব্যবহার শুরু করেন।
গুল বলেন, ‘এসি কাজ করত না। আর ঠিক করাতে খরচ পড়ত অনেক। তাই আমি এক টেকনিশিয়ানের কাছে গিয়ে নিজস্ব কুলার বানিয়ে নিয়েছি।’
৩২ বছর বয়সী গুল মোহাম্মদ এই কুলারের জন্য ৩ হাজার আফগানি (প্রায় ৫ হাজার ৩০০ টাকা) খরচ করেন।
যাত্রীরাও এই উদ্ভাবনী সমাধানকে সাধুবাদ জানাচ্ছেন। ১৯ বছর বয়সী যাত্রী নোরুল্লাহ বলেন, ‘যখন কুলার থাকে না, তখন খুবই কষ্ট হয়। আমি তো এমনকি গরমের ওষুধও সঙ্গে রাখি।’
এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে আফগানিস্তান তাদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বসন্তকাল পার করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, ভয়াবহ খরা ইতিমধ্যে দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমন আবহাওয়া দেশটির কৃষিকাজ ও গ্রামীণ জীবিকা ধ্বংস করে দিচ্ছে।
বিশেষজ্ঞরা বহুবার সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আফগানিস্তানের মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান জাতিসংঘের জলবায়ু আলোচনার বাইরে পড়ে গেছে।
ব্রিজিতের জন্ম পুরুষ হিসেবে হয়েছিল—এমন তথ্য প্রচার করেন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স। এরপর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মাখোঁ দম্পতি। তাঁদের আইনজীবী জানিয়েছেন, এ মামলায় তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করবেন। এদিকে ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য একটি আবেদন করেছেন।
৬ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মার্কস ও লেনিন পন্থী কমিউনিস্ট পার্টির (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন।
৬ ঘণ্টা আগেট্রাম্প স্বীকার করেন, তিনি ভেবেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা ‘সহজ’ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান করবেন।
৭ ঘণ্টা আগেনেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর রোগীদের ছেড়ে মন্ত্রী হতে চান না। মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কাঠমান্ডুর তিলগঙ্গা চক্ষু ইনস্টিটিউটে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
৮ ঘণ্টা আগে