Ajker Patrika

তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানে সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান

তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানে সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান

তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের তৎকালীন সরকারের সঙ্গে জড়িতদের ওপর সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। ফেসবুকের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান থেকে সাইডকপি নামের একটি গ্রুপ ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো শেয়ার করে। যার মাধ্যমে তারা ডিভাইসগুলোকে নজরদারিতে আনতে সক্ষম হয়। আফগানিস্তানের তৎকালীন সরকার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই আক্রমণ চালানো হয়। ফেসবুকের জানায়, সাইডকপি গ্রুপটিকে গত আগস্টেই তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করেছে। 

 সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়, সাইডকপি গ্রুপ তরুণীদের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে রোমান্টিক প্রলোভন দেখায়। পরে চ্যাট অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো ছড়িয়ে দেয়। 

ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্ত বিভাগের প্রধান মাইক ডিভিলিয়ানস্কি বলেন, কি কারণে এমন হামলা চালানো হয়েছিলে তা অনুমান করা কঠিন। আমরা জানি না এর শেষ ফলাফল কি ছিল।

ফেসবুক, টুইটার, গুগল, লিংকডিনসহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত আগস্টে তালেবান আফগান দখলের সময় আফগানিদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল। 

 ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই হ্যাকিং ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তবে আফগানিস্তানের ফেসবুক কর্মীদের নিরাপত্তা এবং এ নিয়ে পুরোপুরি তদন্ত শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ফেসবুক অবগত করেছিল। 

এদিকে ফেসবুক দাবি করেছে, গত মাসে সিরিয়ার এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত দুটি হ্যাকিং গ্রুপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ফেসবুক বলেছে যে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে পরিচিত একটি গ্রুপ মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শাসক সরকারের বিরোধিতাকারীদের ওপর সাইবার হামলা চালাত। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ  বাশার আল আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালাত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত