তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের তৎকালীন সরকারের সঙ্গে জড়িতদের ওপর সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। ফেসবুকের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান থেকে সাইডকপি নামের একটি গ্রুপ ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো শেয়ার করে। যার মাধ্যমে তারা ডিভাইসগুলোকে নজরদারিতে আনতে সক্ষম হয়। আফগানিস্তানের তৎকালীন সরকার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই আক্রমণ চালানো হয়। ফেসবুকের জানায়, সাইডকপি গ্রুপটিকে গত আগস্টেই তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়, সাইডকপি গ্রুপ তরুণীদের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে রোমান্টিক প্রলোভন দেখায়। পরে চ্যাট অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো ছড়িয়ে দেয়।
ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্ত বিভাগের প্রধান মাইক ডিভিলিয়ানস্কি বলেন, কি কারণে এমন হামলা চালানো হয়েছিলে তা অনুমান করা কঠিন। আমরা জানি না এর শেষ ফলাফল কি ছিল।
ফেসবুক, টুইটার, গুগল, লিংকডিনসহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত আগস্টে তালেবান আফগান দখলের সময় আফগানিদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল।
ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই হ্যাকিং ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তবে আফগানিস্তানের ফেসবুক কর্মীদের নিরাপত্তা এবং এ নিয়ে পুরোপুরি তদন্ত শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ফেসবুক অবগত করেছিল।
এদিকে ফেসবুক দাবি করেছে, গত মাসে সিরিয়ার এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত দুটি হ্যাকিং গ্রুপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ফেসবুক বলেছে যে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে পরিচিত একটি গ্রুপ মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শাসক সরকারের বিরোধিতাকারীদের ওপর সাইবার হামলা চালাত। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ বাশার আল আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালাত।
তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের তৎকালীন সরকারের সঙ্গে জড়িতদের ওপর সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। ফেসবুকের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান থেকে সাইডকপি নামের একটি গ্রুপ ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো শেয়ার করে। যার মাধ্যমে তারা ডিভাইসগুলোকে নজরদারিতে আনতে সক্ষম হয়। আফগানিস্তানের তৎকালীন সরকার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই আক্রমণ চালানো হয়। ফেসবুকের জানায়, সাইডকপি গ্রুপটিকে গত আগস্টেই তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়, সাইডকপি গ্রুপ তরুণীদের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে রোমান্টিক প্রলোভন দেখায়। পরে চ্যাট অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো ছড়িয়ে দেয়।
ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্ত বিভাগের প্রধান মাইক ডিভিলিয়ানস্কি বলেন, কি কারণে এমন হামলা চালানো হয়েছিলে তা অনুমান করা কঠিন। আমরা জানি না এর শেষ ফলাফল কি ছিল।
ফেসবুক, টুইটার, গুগল, লিংকডিনসহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত আগস্টে তালেবান আফগান দখলের সময় আফগানিদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল।
ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই হ্যাকিং ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তবে আফগানিস্তানের ফেসবুক কর্মীদের নিরাপত্তা এবং এ নিয়ে পুরোপুরি তদন্ত শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ফেসবুক অবগত করেছিল।
এদিকে ফেসবুক দাবি করেছে, গত মাসে সিরিয়ার এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত দুটি হ্যাকিং গ্রুপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ফেসবুক বলেছে যে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে পরিচিত একটি গ্রুপ মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শাসক সরকারের বিরোধিতাকারীদের ওপর সাইবার হামলা চালাত। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ বাশার আল আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালাত।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
২৫ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
৪০ মিনিট আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে