Ajker Patrika

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর প্রধান বিরোধী দলের 

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৪২
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর প্রধান বিরোধী দলের 

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ও অভিশংসনের প্রস্তাবে স্বাক্ষর করেছে দেশটির প্রধান বিরোধী দল। আজ বুধবার দলটি এই প্রস্তাবে স্বাক্ষর করে। 

যদিও এর আগে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল গত শুক্রবার জানায়, অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থ হলে তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ও অভিশংসনের প্রস্তাব আনবে। 

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী জোট সমাগি জনা বালাওয়েগয়ার (এসজেবি) প্রায় ৫০ জন সদস্য প্রস্তাবে স্বাক্ষর করেছেন। অন্যান্য বিরোধী দলের সদস্যরাও এই প্রস্তাবে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

 সংসদে অনাস্থা ও অভিশংসন প্রস্তাব পেশ করার আগে শ্রীলঙ্কার বিভিন্ন বিরোধী দলের ৪০ জন সদস্যের স্বাক্ষর থাকতে হবে। 
 
শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা সজিথ প্রেমাদাসা তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘পরিবর্তন ছাড়া আমরা থামব না।’ 
 
সজিথ প্রেমাদাসা এর আগেও প্রেসিডেন্টের কার্যনির্বাহী ক্ষমতা বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর দাবি, ক্ষমতা নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ভাগ করা উচিত। 
 
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। কিন্তু সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। 

 

শ্রীলঙ্কা সংকট সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত