Ajker Patrika

চীনে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১: ০০
চীনে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

চীনে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার দেশটিতে ২০ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহরে করোনা শনাক্তের পর এটিই সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তবে স্বাস্থ্য কমিশন বিবৃতিতে বলেছে, এ দিন কেউ মারা যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত চীন লকডাউন, গণপরীক্ষা ও আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে করোনার প্রাদুর্ভাব দমিয়ে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু ‘জিরো কোভিড’ নীতির পরও দেশটিতে করোনা রোগী বাড়ছে। আর লকডাউন থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসের কেন্দ্রস্থল বর্তমানে সাংহাই।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা শনাক্তের হার প্রতিদিন হাজারের বেশি ছাড়িয়েছে। এ ছাড়া তারা সাংহাইয়ের কাছে অতি সংক্রমণযোগ্য করোনার ওমিক্রন ধরন শনাক্ত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনার কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ রোগী শনাক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত