রান্নাঘর, বাড়ির আঙিনার মতো যেসব জায়গায় নারীরা কাজ করেন, সেসব জায়গার কাছাকাছি কোনো জানালা রাখা যাবে না—এমন আদেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন ভবনগুলোতে এমন জানালা রাখা যাবে না, যেগুলো দিয়ে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সাধারণ ব্যবহারের অন্যান্য জায়গা দেখা যায়।
এমনকি এসব জায়গা দেখা যায়, এমন কোনো জানালা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে দেখা, আঙিনায় থাকা বা কুয়া থেকে পানি সংগ্রহ করার দৃশ্য দেখা—অশ্লীল কাজের দিকে পরিচালিত করতে পারে।’
পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে নির্মাণস্থলে নজরদারির জন্য বলা হয়েছে। কোনো বাড়ির জানালা দিয়ে যেন প্রতিবেশীর বাড়ির ভেতর দেখা সম্ভব না হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়, যদি এমন জানালা থাকে, তাহলে মালিকদের দেয়াল নির্মাণ বা জানালার ব্যবস্থা বন্ধ করে দিতে হবে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। নারীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, চাকরিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং পার্কসহ অন্যান্য জনসমাগমস্থলে প্রবেশে নিয়ম জারি করেছে তালেবানরা।
সম্প্রতি নারীদের প্রকাশ্যে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করে একটি আইন জারি করে তাঁদের বাড়ির বাইরে কণ্ঠ ও শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছে তালেবান সরকার। কিছু স্থানীয় রেডিও—টেলিভিশন চ্যানেল নারীদের কণ্ঠ প্রচারও বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের এসব কার্যক্রমকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা করেছে জাতিসংঘ।
রান্নাঘর, বাড়ির আঙিনার মতো যেসব জায়গায় নারীরা কাজ করেন, সেসব জায়গার কাছাকাছি কোনো জানালা রাখা যাবে না—এমন আদেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন ভবনগুলোতে এমন জানালা রাখা যাবে না, যেগুলো দিয়ে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সাধারণ ব্যবহারের অন্যান্য জায়গা দেখা যায়।
এমনকি এসব জায়গা দেখা যায়, এমন কোনো জানালা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে দেখা, আঙিনায় থাকা বা কুয়া থেকে পানি সংগ্রহ করার দৃশ্য দেখা—অশ্লীল কাজের দিকে পরিচালিত করতে পারে।’
পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে নির্মাণস্থলে নজরদারির জন্য বলা হয়েছে। কোনো বাড়ির জানালা দিয়ে যেন প্রতিবেশীর বাড়ির ভেতর দেখা সম্ভব না হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়, যদি এমন জানালা থাকে, তাহলে মালিকদের দেয়াল নির্মাণ বা জানালার ব্যবস্থা বন্ধ করে দিতে হবে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। নারীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, চাকরিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং পার্কসহ অন্যান্য জনসমাগমস্থলে প্রবেশে নিয়ম জারি করেছে তালেবানরা।
সম্প্রতি নারীদের প্রকাশ্যে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করে একটি আইন জারি করে তাঁদের বাড়ির বাইরে কণ্ঠ ও শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছে তালেবান সরকার। কিছু স্থানীয় রেডিও—টেলিভিশন চ্যানেল নারীদের কণ্ঠ প্রচারও বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের এসব কার্যক্রমকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা করেছে জাতিসংঘ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে