Ajker Patrika

প্রকাশ্যে আসার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলির পাসপোর্ট জব্দের সুপারিশ

আজকের পত্রিকা ডেস্ক­
নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি: সেতোপতি
নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি: সেতোপতি

এবার প্রকাশ্যে এলেন জেন-জি আন্দোলনে পদত্যাগ করা নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি। ঘোষণা দিয়েছেন, নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবেন না তিনি। তবে জেন-জি আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তের জন্য গঠিত অনুসন্ধান কমিশন সাবেক প্রধানমন্ত্রী অলিসহ অন্তত পাঁচজনের পাসপোর্ট সাময়িকভাবে আটকে দেওয়ার সুপারিশ করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) কমিশনের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে। অলি সহ অন্য যাদের পাসপোর্ট আটকে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারা হলেন—সাবে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্রসচিব গোকর্ণ মণি দুবাদি, সাবেক জাতীয় তদন্ত বিভাগের প্রধান হুতরাজ থাপা ও কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা প্রশাসক ছবি রিজাল।

কমিশন ইতিমধ্যে পাসপোর্ট বিভাগে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কমিশনের অনুমতি ছাড়া উল্লিখিত ব্যক্তিরা কাঠমান্ডু উপত্যকা ত্যাগ করতে না পারেন।

চলতি মাসের শুরুর দিকে জেন-জিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অলি। পরে একটি সেনাশিবিরের আশ্রয়ে ছিলেন। সম্প্রতি নেপালি সংবাদমাধ্যম ‘সেতোপতি’ জানিয়েছে, ৯ দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তা সুরক্ষায় থাকার পর গত ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়া বাসায় ওঠেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা তাঁর সরকারি বাসভবন পুড়িয়ে দিয়েছিল।

রোববার (২৮ সেপ্টেম্বর) নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় ইউএমএলের যুব শাখার এক সমাবেশে প্রথমবারের মতো জনসমক্ষে এসে বক্তব্য দিয়েছেন অলি। তিনি বলেন, ‘আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব? কোনো দিন না।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অলি বলেন, ‘আমরাই এই দেশ গড়ে তুলব। আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব।’

নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বাধীন সরকারকে ‘জনসমর্থনহীন’ আখ্যা দিয়ে সরকার বলে আখ্যা দিয়ে অলি বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নয়; বরং লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে।’

অলি দাবি করেন—তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না। আন্দোলনের সময় তিনি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন, তাঁর রেকর্ডিং প্রকাশ করতে তিনি সুশীলা কারকির সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত