Ajker Patrika

সাংহাইয়ে প্রথমবারের মতো করোনায় ৩ জনের মৃত্যু

সাংহাইয়ে প্রথমবারের মতো করোনায় ৩ জনের মৃত্যু

চীনে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এতে প্রথমবারের মতো দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত সাংহাইয়ে করোনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সাংহাইয়ের স্বাস্থ্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পর এই প্রথম করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৮৯ থেকে ৯১ এর ভেতর। তারা কিছু রোগে ভুগছিলেন এবং কেউই করোনার টিকা নেননি। 

স্বাস্থ্য কমিশন বলছে, আজ সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চীনা সরকার সাংহাইয়ে কঠোর লকডাউন দিয়েছে। দেশটির জিরো কোভিড নীতির পরও সাংহাইয়ে করোনা রোগী বেড়েই চলেছে। এরপরই আজ প্রথমবারের মতো মৃত্যুর খবর পাওয়া গেল। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করতে থাকে। এ জন্য ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত