Ajker Patrika

মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিট নবায়ন চক্র, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১: ১৪
মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিট নবায়ন চক্র, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিট নবায়নের চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক বাংলাদেশি এক যুবক গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার জোহরের ট্যাম্পোই শহরতলি থেকে মোট দুজনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। অপরজন মালয়েশিয়ার নাগরিক।

কয়েক মাস ধরেই এই যুবক ভুয়া ওয়ার্ক পারমিট নবায়ন সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে বিদেশি কর্মীদের ফাঁদে ফেলে বিপুল মুনাফা কামিয়েছেন বলে জানায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিজের কর্মকাণ্ডকে বৈধ রূপ দিতে ২৬ বছর বয়সী বাংলাদেশি এই যুবক একটি কোম্পানিও স্থাপন করেন। অভিবাসন-সংক্রান্ত পরিষেবা প্রদান করা সেই কোম্পানিকে তিনি মালয়েশিয়ার কোম্পানি কমিশনে (এসএসএম) নিবন্ধিত করেছিলেন।

গতকাল বুধবার রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, অভিযানের সময় আটক করা হলে সন্দেহভাজন ব্যক্তি নিজেকে একটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যান বলে দাবি করেন।

বাহারউদ্দিন বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল যে সন্দেহভাজন একটি জাল ওয়ার্ক পারমিট পুনর্নবীকরণ সিন্ডিকেট চালাচ্ছে। মালয়েশিয়ায় সে এই বছরের শুরু থেকেই বিদেশি শ্রমিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এসএসএমের তথ্য যাচাই করে জানা যায়, তাঁর কোম্পানি মে মাসে নিবন্ধিত হয়েছিল এবং ধারণা করছি, নিবন্ধনের পেছনের কারণ হলো এতে করে বিদেশি কর্মীরা তাঁর কাজকে বৈধ মনে করবে।’

বাহারউদ্দিন আরও বলেন, সন্দেহভাজনের প্রধান টার্গেট হলো সেসব বিদেশি কর্মী, যাঁরা তাঁদের ওয়ার্ক পারমিটের আবেদন নবায়ন করতে সমস্যায় পড়েছেন। টার্গেট করা গোষ্ঠীর ঘরে ঘরে গিয়ে পাসপোর্ট খুঁজে সংগ্রহ করে প্রতি আবেদনের জন্য আরটিকে ২.০ প্রোগ্রামের অধীনে মালয়েশিয়ার মুদ্রা সাড়ে ছয় হাজার রিঙ্গিত ফি নেওয়াই ছিল এই সিন্ডিকেটের কর্মপদ্ধতি।

গ্রেপ্তারের পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ তিনটি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ইন্দোনেশিয়ার পাসপোর্ট, একটি ল্যাপটপ, পাসপোর্টের আবেদনের তথ্যসংবলিত একটি হার্ডডিস্ক, একটি মোবাইল ফোন এবং ২ হাজার ৫৮ টাকা জব্দ করেছে।

বাহারউদ্দিন তাহির বলেন, ‘আমি জনসাধারণকে, বিশেষ করে বিদেশি কর্মী এবং তাঁদের নিয়োগকর্তাদের মনে করিয়ে দিতে চাই যে ইমিগ্রেশন বিভাগ আরটিকে ২.০ প্রোগ্রামের অধীনে অভিবাসীদের নিবন্ধন করতে আমাদের পক্ষে কাজ করার জন্য কোনো তৃতীয় পক্ষ বা এজেন্ট নিয়োগ করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত