Ajker Patrika

মৃতদের দাঁত-চুল দিয়ে গয়না তৈরি করেন এই নারী! 

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৪১
মৃতদের দাঁত-চুল দিয়ে গয়না তৈরি করেন এই নারী! 

কেউ পছন্দ করে হীরার গয়না, কেউ বা আবার সোনার। কিন্তু অস্ট্রেলিয়ার একজন নারী মৃতদের দাঁত-চুল দিয়ে তৈরি করছেন গয়না। প্রিয় মানুষের স্মৃতি আগলে রাখার চেষ্টা করতেই জ্যাকুই উইলিয়ামস নামের ওই নারী এমনটি করছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার।

জ্যাকুই বলেন, ‘আসলে প্রিয় মানুষেরা যখন আমাদের ছেড়ে চলে যায়, সাধারণত আমরা তাঁদের ছবি দেখেই স্মৃতিতে ডুবে থাকি। কিন্তু ছবিতে কি সেই মানুষটির স্পর্শ থাকে! এই চিন্তা থেকে আমার মাথায় আসে, যদি মৃতের শরীরের কোনো অংশ যা নাকি নষ্ট হবে না এবং স্মৃতিকেও ধরে রাখতে পারবে, তা দিয়ে গয়না বানানো যেতে পারে। ঠিক এই ভাবনা থেকেই গয়না বানানোর প্ল্যান।’

অস্ট্রেলিয়ার এই ডিজাইনারের কথায়, ‘প্রথমে আমার চেনা কিছু মানুষদের নিয়ে কাজ শুরু করি। প্রথম দিকে মৃত ব্যক্তির দাঁত ও চুল ব্যবহার করেই গয়না তৈরি করতাম। তবে এখন ক্রেতা যেরকমভাবে বলেন, সেটাই করে দিই।’

দাঁত দিয়ে তৈরি আংটিএ কথা বলতে গিয়েই ডিজাইনার এক অদ্ভুত ঘটনার কথা জানান। জ্যাকুই বলেন, ‘এক ক্রেতার দাদু মাথায় বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন। আমি মৃতের মাথার খুলিতে আটকানো সেই গুলি দিয়েই একটি আংটি বানিয়ে ক্রেতাকে দিয়েছিলাম!’

জ্যাকুই জানান, তিনি তাঁর ব্যবসায় পরিবার এবং বন্ধুদের সাহায্য পাচ্ছেন। তবে ইন্টারনেটে তাঁর এই কর্মকাণ্ড নিয়ে অনেকে সমালোচনাও করছেন।

জানা গেছে, জ্যাকুইয়ের তৈরি করা এই গয়নাগুলো অনেকে গায়ে পরেন। অনেকে শুধুই কাচের আলমারিতে রেখে দেন প্রিয় মানুষের স্মৃতিচিহ্ন হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত