উড়োজাহাজের ফ্লাইটে এয়ারলাইনসের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে একের পর এক অভিযোগ মিলছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর খাবারে জ্যান্ত পোকা পাওয়া ও তারকা শেফ সঞ্জীব কাপুরকে ঠান্ডা খাবার খেতে দেওয়ার অভিযোগ উঠলে অনেকেই ক্ষোভ উগরে দেন।
সঞ্জীব কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। সেখানে খাবার অর্ডার করলে তাঁকে দেওয়া হয় ঠান্ডা চিকেন টিক্কা, সামান্য ফিলিং দেওয়া স্যান্ডউইচ, তরমুজ ও ফলের রসের বদলে ‘সুগার সিরাপ’। ক্ষুব্ধ হয়ে টুইটারে খাবারের ছবি পোস্ট করেন সঞ্জীব।
এরই মধ্যে পাওয়া গেল আরেক নতুন অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিজনেস ক্লাসের একজন যাত্রীকে খেতে দেওয়া হয়েছে মাত্র একটি কলা। জাপানিজ এয়ারলাইনসের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
ওই যাত্রীর নাম ক্রিস চারি, তিনি জাপানের টোকিও থেকে ৭ ঘণ্টার ভ্রমণ করে ইন্দোনেশিয়া যাচ্ছিলেন। সকালের নাশতায় তিনি নিরামিষজাতীয় খাবার (ভিগান) অর্ডার করেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি মাত্র একটি কলা থাকবে খাবারের তালিকায়। তাও আবার সঙ্গে দেওয়া হয়েছে চপস্টিক।
ক্রিস চারি আরও জানান, তাঁকে যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছিল তাতে কেবল স্প্যাগেটি (এক ধরনের নুডলস) ছিল। ক্রিস আবার সেসব খাবারের ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাঁরা আমিষ (নন-ভিগান) খান তাঁদের জন্য বিভিন্ন খাবারের সুব্যবস্থা রয়েছে বলে জানান ওই যাত্রী। এয়ারলাইনসের নন-ভিগান মেনুতে নাশতার মধ্যে আছে, মরক্কো স্টাইলের সালাদসহ টুনা মাছ, দুই ধরনের পনির ও ব্যাগুয়েট নামের এক প্রকার রুটি। এর বিপরীতে একটি কলা সত্যিই অনেক বৈষম্যের বলে মনে করছেন নেটিজেনরা।
উড়োজাহাজের ফ্লাইটে এয়ারলাইনসের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে একের পর এক অভিযোগ মিলছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর খাবারে জ্যান্ত পোকা পাওয়া ও তারকা শেফ সঞ্জীব কাপুরকে ঠান্ডা খাবার খেতে দেওয়ার অভিযোগ উঠলে অনেকেই ক্ষোভ উগরে দেন।
সঞ্জীব কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। সেখানে খাবার অর্ডার করলে তাঁকে দেওয়া হয় ঠান্ডা চিকেন টিক্কা, সামান্য ফিলিং দেওয়া স্যান্ডউইচ, তরমুজ ও ফলের রসের বদলে ‘সুগার সিরাপ’। ক্ষুব্ধ হয়ে টুইটারে খাবারের ছবি পোস্ট করেন সঞ্জীব।
এরই মধ্যে পাওয়া গেল আরেক নতুন অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিজনেস ক্লাসের একজন যাত্রীকে খেতে দেওয়া হয়েছে মাত্র একটি কলা। জাপানিজ এয়ারলাইনসের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
ওই যাত্রীর নাম ক্রিস চারি, তিনি জাপানের টোকিও থেকে ৭ ঘণ্টার ভ্রমণ করে ইন্দোনেশিয়া যাচ্ছিলেন। সকালের নাশতায় তিনি নিরামিষজাতীয় খাবার (ভিগান) অর্ডার করেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি মাত্র একটি কলা থাকবে খাবারের তালিকায়। তাও আবার সঙ্গে দেওয়া হয়েছে চপস্টিক।
ক্রিস চারি আরও জানান, তাঁকে যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছিল তাতে কেবল স্প্যাগেটি (এক ধরনের নুডলস) ছিল। ক্রিস আবার সেসব খাবারের ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাঁরা আমিষ (নন-ভিগান) খান তাঁদের জন্য বিভিন্ন খাবারের সুব্যবস্থা রয়েছে বলে জানান ওই যাত্রী। এয়ারলাইনসের নন-ভিগান মেনুতে নাশতার মধ্যে আছে, মরক্কো স্টাইলের সালাদসহ টুনা মাছ, দুই ধরনের পনির ও ব্যাগুয়েট নামের এক প্রকার রুটি। এর বিপরীতে একটি কলা সত্যিই অনেক বৈষম্যের বলে মনে করছেন নেটিজেনরা।
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
২ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে