Ajker Patrika

বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত ৩৩ লাখ, মৃত্যু ১০ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০: ৪১
বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত ৩৩ লাখ, মৃত্যু ১০ হাজার ছুঁই ছুঁই

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৪৭ জনের, যা আগের দিনের তুলনায় সাড়ে ৩ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখ ২০ হাজার ৪৩৯ জনের, যা আগের দিনের তুলনায় ১২ লাখের বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। শনাক্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬৩৫। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জনের এবং মারা গেছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জনের এবং মারা গেছে ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮৫১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৩৪ হাজার ৫৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ২৪১ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত