Ajker Patrika

টিকা পৌঁছাল অ্যান্টার্কটিকায়

টিকা পৌঁছাল অ্যান্টার্কটিকায়

বিশ্বজুড়ে করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরুর ৯ মাস পর দক্ষিণ মেরুর মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় যুক্তরাজ্যের গবেষণা কেন্দ্র ব্রিটিশ রোথেরা রিসার্চ স্টেশনে কর্মরত ২৩ কর্মীকে করোনার টিকা দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার সাম্প্রতিক এই চালান।

যুক্তরাজ্যের ব্রিজ নর্টন বিমানবন্দর থেকে রওনা হয়ে ১০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গত মঙ্গলবার অ্যান্টার্কটিকার বিমানবন্দরে পৌঁছায় টিকার চালানবাহী ব্রিটিশ রয়্যাল ফোর্সের একটি ভয়জার বিমান। সেখান থেকে একটি ছোট উড়োজাহাজে করে টিকাগুলো নেওয়া হয় রোথেরা গবেষণা কেন্দ্রে। অ্যান্টার্কটিকায় জনবসতি না থাকলেও, মহাদেশটিতে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে।

উল্লেখ্য, অ্যান্টার্কটিকায় জনবসতি তেমন নেই বললেই চলে। তবে মহাদেশটিতে রয়েছে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছিল, অ্যান্টার্কটিকায় চিলির গবেষণা কেন্দ্রে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এরপর সেখানে আরও কেউ করোনায় আক্রান্ত হয়েছেন-এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত