ব্রাজিলিয়ান ভাইপারের বিষে করোনার প্রতিষেধকের আশা করছেন বিজ্ঞানীরা। এটি বানরের দেহে করোনার প্রতিলিপি থামাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার ওষুধ তৈরিতে এটি সম্ভাব্য প্রথম ধাপ। বিজ্ঞানবিষয়ক জার্নাল মলেকিউলসে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, জারারাকুসু পিট ভাইপার নামের ব্রাজিলিয়ান সাপের বিষের অণু করোনার প্রতিলিপির ক্ষমতা ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব সাও পাওলোর প্রফেসর এবং গবেষণা দলের সদস্য রাফায়েরল গুইদো বলেন, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে সাপের বিষ ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে থামাতে সক্ষম হয়েছে।
সাপের বিষের সেই অণুটি হলো একটি পেপটাইড। এটি মূলত অ্যামাইনো এসিডের একটি ক্ষুদ্র শৃঙ্খল, যা অন্য কোষগুলোর ক্ষতি না করেই পিএলপ্রো নামে করোনাভাইরাসের একটি এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। এই এনজাইমটি করোনার বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য আগে থেকেই পরিচিত পেপটাইড। আর এটি গবেষণাগারেই তৈরি করা যায়। ফলে পেপটাইড পাওয়ার জন্য সাপ শিকার বা চাষের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন গুইদো।
সাও পাওলোর জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বুটান্টান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জিউসেপ পুয়ার্তো বলেন, আমরা ব্রাজিলের চারপাশে জারারাকুসু পিট ভাইপার শিকারে বের হওয়া মানুষদের ব্যাপারে সতর্ক, তারা ভাবছে তারা পৃথিবীকে বাঁচাবে...এটা ঠিক নয়!
গবেষকরা এবার পেপটাইডের বিভিন্ন ডোজের কার্যকারিতা এবং এটি জীবকোষে করোনাভাইরাসের প্রবেশ সরাসরি ঠেকিয়ে দিতে পারে কি না তা পরীক্ষা করবেন।
মানবদেহে এই উপাদানটির কার্যকরিতার বিষয়ে আশাবাদী গবেষকরা, তবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তারা।
জারারাকুসু পিট ব্রাজিলে পাওয়া অন্যতম বৃহত্তম সাপ। এটি লম্বায় ছয় ফুট পর্যন্ত হতে পারে। বিষাক্ত এই সাপটি আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়েতেও পাওয়া যায়।
ব্রাজিলিয়ান ভাইপারের বিষে করোনার প্রতিষেধকের আশা করছেন বিজ্ঞানীরা। এটি বানরের দেহে করোনার প্রতিলিপি থামাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার ওষুধ তৈরিতে এটি সম্ভাব্য প্রথম ধাপ। বিজ্ঞানবিষয়ক জার্নাল মলেকিউলসে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, জারারাকুসু পিট ভাইপার নামের ব্রাজিলিয়ান সাপের বিষের অণু করোনার প্রতিলিপির ক্ষমতা ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব সাও পাওলোর প্রফেসর এবং গবেষণা দলের সদস্য রাফায়েরল গুইদো বলেন, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে সাপের বিষ ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে থামাতে সক্ষম হয়েছে।
সাপের বিষের সেই অণুটি হলো একটি পেপটাইড। এটি মূলত অ্যামাইনো এসিডের একটি ক্ষুদ্র শৃঙ্খল, যা অন্য কোষগুলোর ক্ষতি না করেই পিএলপ্রো নামে করোনাভাইরাসের একটি এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। এই এনজাইমটি করোনার বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য আগে থেকেই পরিচিত পেপটাইড। আর এটি গবেষণাগারেই তৈরি করা যায়। ফলে পেপটাইড পাওয়ার জন্য সাপ শিকার বা চাষের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন গুইদো।
সাও পাওলোর জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বুটান্টান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জিউসেপ পুয়ার্তো বলেন, আমরা ব্রাজিলের চারপাশে জারারাকুসু পিট ভাইপার শিকারে বের হওয়া মানুষদের ব্যাপারে সতর্ক, তারা ভাবছে তারা পৃথিবীকে বাঁচাবে...এটা ঠিক নয়!
গবেষকরা এবার পেপটাইডের বিভিন্ন ডোজের কার্যকারিতা এবং এটি জীবকোষে করোনাভাইরাসের প্রবেশ সরাসরি ঠেকিয়ে দিতে পারে কি না তা পরীক্ষা করবেন।
মানবদেহে এই উপাদানটির কার্যকরিতার বিষয়ে আশাবাদী গবেষকরা, তবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তারা।
জারারাকুসু পিট ব্রাজিলে পাওয়া অন্যতম বৃহত্তম সাপ। এটি লম্বায় ছয় ফুট পর্যন্ত হতে পারে। বিষাক্ত এই সাপটি আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়েতেও পাওয়া যায়।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
২৫ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে