সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে